ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

প্রকাশিত: ০৬:০৫, ১ সেপ্টেম্বর ২০১৫

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজারে সোমবার ফের দরপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। তবে অপর বাজার সিএসইতে আগের দিনের মতোই রয়েছে। দুই বাজারেই ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মার আধিপত্যের দিনে অন্যসব জাঙ্ক বা ছোট মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে। ডিএসইতে দিনটিতে মোট ৬৫ শতাংশ কোম্পানির দর হারিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৩৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কিছুক্ষণ পরেই সূচক নিচের দিকে নামতে থাকে। সারাদিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্টস, তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, বারাকা পাওয়ার এবং ন্যাশনাল ফিড মিল। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : নর্দার্ন জুটস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ৭ম আইসিবি, এইচআর টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সিনো বাংলা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আনোয়ার গ্যালভানাইজিং, সাফকো স্পিনিং ও এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ব্যাংক লিমিটেড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, মেঘনা কনডেন্স মিল্ক, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়ার, আইসিবি ইসলামী মিউচুয়াল ফান্ড, মডার্ন ডায়িং ও ৩য় আইসিবি। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির, দর কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও ইউনাইটেড এয়ার।
×