ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ালটন বিচ ফুটবলের ফাইনাল আজ

প্রকাশিত: ০৫:৫৯, ১ সেপ্টেম্বর ২০১৫

ওয়ালটন বিচ ফুটবলের ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার শেষ হচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট।’ কক্সবাজার লাবনী পয়েন্টে সকাল ১০টায়। ফাইনালে শিরোপা জয়ের লড়াই মুখোমুখি হচ্ছে ইয়ংমেন্স ক্লাব ও কোটবাজার খেলোয়াড় সমিতি। সোমবার ইয়ংমেন্স ক্লাব ৪-১ গোলে শতদলকে হারিয়ে ফাইনালে ওঠে। অপর ম্যাচে কোটবাজার খেলোয়াড় সমিতি ২-১ গোলে মালুমঘাট ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে ওঠে। আজ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেবেন সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কক্সবাজার-৩। বিশেষ অতিথি থাকবেন এফ এম ইকবাল বিন আনোয়ার অতিরিক্ত পরিচালক, ওয়ালটন গ্রুপ। আন্তঃকলেজ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সার্বিক ব্যবস্থাপনায় এবং ইস্টার্ন ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় ‘ইস্টার্ন ইউনিভার্সিটি আন্তঃ কলেজ রাগবি প্রতিযোগিতা’ আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার পল্টন ময়দান মাঠে শুরু হবে। এই প্রতিযোগিতায় ১৫ কলেজ রাগবি দল অংশ নেবে। দলগুলো হলো- ঢাকা কলেজ, স্কলার্স স্কুল এ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা কমার্স কলেজ, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ডক্টর মালিকা কলেজ, সরকারী মাদ্রাসাই-আলিয়া, সরকারী বাংলা কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ইয়াকুব আলী স্কুল এ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি, মাদারটেক স্কুল এ্যান্ড কলেজ এবং কবি নজরুল সরকারী কলেজ। এ প্রতিযোগিতা উপলক্ষে আগামী বুধবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফিফা এলিট কোচিং কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবল সংস্থা ফিফা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ‘ফিফা এলিট কোচিং কোর্স’ মঙ্গলবার থেকে মতিঝিলে বাফুফে ভবনে শুরু হবে, যা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। কোর্সটি পরিচালনা করবেন ফিফা ইন্সট্রাক্টর আহমেদ ইউসুফ আলমুখারিক। কোর্সে মোট ৩০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
×