ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে বিষ প্রয়োগে বিলের মাছ নিধন

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ আগস্ট ২০১৫

যশোরে বিষ প্রয়োগে বিলের মাছ নিধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামের এক বিলে বিষ প্রয়োগে তেলাপিয়া, পুঁটি, রুইসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার মাছ নিধ ন করা হয়েছে। চার বেকার যুবক প্রায় ৫০ বিঘা আয়তনের সিলুমপুরের পশ্চিমপাড়ার হাসিম খার বিলে মাছ চাষ করেন। ঘটনাটি ঘটেছে রবিবার। উদ্যোক্তা ফিরোজ আলম জানান, তিনিসহ একই গ্রামের শরিফুল, হবি ও উকিল উদ্দিন হাসিম খার বিলে মাছ চাষের উদ্যোগ নেন। সেই অনুযায়ী বর্ষা মৌসুমের শুরুতে তারা বিলে মাছের পোনা ছাড়েন। ফিরোজ আলম আরও জানান, সিলুমপুর গ্রামের আসলাম ও মধু নামে দুই ব্যক্তি তাদের জমিতে ধান চাষ করেছেন। দিন কয়েক আগে সেই জমিতে তারা বিষ প্রয়োগ করবেন বলে মাছ চাষের উদ্যোক্তাদের জানিয়েছিলেন। কিন্তু মাছ ধরে নেয়ার আগে রবিবার সকালে বিষ প্রয়োগ করায় দুপুরের দিকে মাছ মরে ভেসে উঠে। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফিরোজ আলম।
×