ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘খান এ সবুরের নাম প্রত্যাহার করে যশোর রোড পুনর্বহাল করতে হবে’

প্রকাশিত: ০৫:৫৪, ৩১ আগস্ট ২০১৫

‘খান এ সবুরের নাম  প্রত্যাহার করে যশোর রোড পুনর্বহাল  করতে হবে’

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী খান এ সবুরের নাম খুলনার প্রধান সড়ক থেকে প্রত্যাহার করে যশোর রোড পুনর্বহালের আদেশ সম্বলিত হাইকোর্টের দ্বিতীয় দফা রায়ের অনুলিপি খুলনা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১১টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনার পক্ষ থেকে নেতৃবৃন্দ সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির সঙ্গে সাক্ষাত করে এ অনুলিপি হস্তান্তর করেন। এ সময় নেতৃবৃন্দ মেয়রকে হাইকোর্টের আদেশ মেনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এর অন্যথা হলে যে কোন পরিস্থিতির জন্য খুলনা সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়ী থাকবে। এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, জাসদের মহানগর কমিটির সভাপতি রফিকুল হক, সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক এসএ রশীদ, ওয়ার্কার্স পাটির সম্পাদকম-লীর সদস্য শেখ মফিদুল ইসলাম, সিপিবি নগর সভাপতি এইচ এম শাহাদৎ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হুমায়ন কবির ববি, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মল্লিক সরোয়ার, সঞ্চালন পরিষদের সাধারণ সম্পাদক সেলিম বুলবুল, সাংস্কৃতিক কর্মী আনোয়ার কবির প্রমুখ।
×