ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৫:৫২, ৩১ আগস্ট ২০১৫

জামায়াত নেতার বিরুদ্ধে জমি  দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোড়লের ৭১ শতক পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে এক জামায়াত নেতা। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ সেখানে স্থাপনা তৈরির জন্য ইট বালি জড়ো করেছে। অন্যদিকে আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যক্তা দিনমজুর রাশিদা খাতুন ও তার ভাইয়ের জমি জোর করে দখল ও লুটপাট করছে এলাকার রাজাকার পুত্র বলে পরিচিত বুলু ও তার লোকজন। বুলু বাহিনীর ভয়ে তিনিসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে রাশিদা খাতুন সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবে রাশিদা বেগম এবং শনিবার সন্ধ্যায় তালা রিপোর্টার্স ক্লাবে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের হাত থেকে তাদের জীবনের নিরাপত্তসহ পৈত্রিক জমি রক্ষার জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের মৃত মোঃ আব্দুল জব্বার মোড়লের পুত্র মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি লিখিত বক্তব্যে বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে তিনি এখন ভিক্ষা বৃত্তি করে সংসার চালাচ্ছেন। বর্তমানে তার ভিটা-মাটিসহ ভোগ দখলকৃত সাড়ে ৭১ শতক জমি স্বাধীনতাবিরোধী পরিবারের অন্যতম সদস্য, জামায়াতের বর্তমান নেতা একই গ্রামের সামছুর রহমান মোড়লের পুত্র মোঃ মোসলেম মোড়ল গং দখলের পাঁয়তারা চালাচ্ছে। এদিকে আশাশুনিতে রাজাকার পরিবারের সদস্যরা স্বামী পরিত্যক্তা এক মহিলাকে তার পৈত্রিক সম্পত্তিতে থেকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
×