ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২শ’ কিমি সাইকেল চালিয়ে জাতির জনককে শ্রদ্ধা

প্রকাশিত: ০৫:৫২, ৩১ আগস্ট ২০১৫

২শ’ কিমি সাইকেল চালিয়ে জাতির জনককে শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩০ আগস্ট ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ২শ’ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে এসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রবিবার দুপুরে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহম্মদ উল্লাহর নেত্বত্বে ৮ জনের একটি সাইকেলিস্ট দল গত ২৭ আগস্ট সকালে তাদের বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এদিন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। দলটি তাদের বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু করে এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তাদের কর্মসূচী শেষ করে।
×