ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্রেনেজ ব্যবস্থা অচল ॥ ঠাকুরগাঁও শহরে হাঁটু পানি

প্রকাশিত: ০৫:৪৯, ৩১ আগস্ট ২০১৫

ড্রেনেজ ব্যবস্থা অচল ॥  ঠাকুরগাঁও শহরে  হাঁটু পানি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ আগস্ট ॥ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ঠাকুরগাঁও শহরের ড্রেনগুলো কোন কাজে আসছে না। সামান্য বৃষ্টিতে শহরের চৌরাস্তাসহ বিভিন্ন মহল্লায় পানি জমে চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে। ঠাকুরগাঁও পৌর এলাকার ১২টি ওয়ার্ডে পর্যাপ্ত ড্রেন নেই। ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না। নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার না করায় সেগুলো পানি নিষ্কাশনে ভূমিকা রাখতে পারছে না। রবিবার দিনব্যাপী অবিরাম ভারি বৃষ্টিতে শহরের চৌরাস্তা, বিসিক শিল্পনগর, গোধূলীবাজার, স্টেশনরোড, খালপাড়া, ইসলামবাগ, মুসলিমনগর, জমিদারপাড়া, শান্তিনগর ও হাজীপাড়া মহল্লার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। শহরের চৌরাস্তা মোড় থেকে পশ্চিমে টাঙ্গন নদী পর্যন্ত ড্রেনটি ভেঙ্গে পড়ায়, বিসিক শিল্পনগরী এলাকার পানি নিষ্কাশনের পূর্ব পাশের কালভার্টটি বন্ধ করে হাসকিং মিল নির্মাণ করায় এবং দক্ষিণ পার্শ্বে পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে উঠায় বর্ষার পানি নিষ্কাশিত হচ্ছে না। একই কারণে শিল্পনগরীর কর্মকর্তা কর্মচারীরা বৃষ্টির দিনে হাঁটু পানির কারণে অফিস করতে পারছে না। ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া মহল্লার বাসিন্দা আবুল কাশেম জানান, ওই মহল্লায় পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন নেই। পূর্বে নির্মিত ড্রেনের মুখ কিছুসংখ্যক লোক বন্ধ করে নতুন নতুন ঘরবাড়ি তৈরি করায় সেসব ড্রেন বন্ধ হয়ে গেছে। একই অবস্থা শহরের ১২টি ওয়ার্ডের। এ ব্যাপারে পৌর মেয়র এসএমএ মঈন জানান, ড্রেনের মুখগুলো কিছুসংখ্যক বাসিন্দা বন্ধ করে দেয়ায় পানি নিষ্কাশিত হচ্ছে না। তিনি আরও জানান, অর্থ বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে সকল মহল্লায় ড্রেন নির্মাণ করা হবে।
×