ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:১৯, ৩১ আগস্ট ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. লাইব্রেরির সুবিধা কী? র. সেখানে অনেক বই থাকে- রর. বই কিনে পড়তে হয় না ররর. নিজের পছন্দমতো বই পড়তে পারা যায়- নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. নজরুলের কবিতাকে বিশিষ্টটা দান করেছে - ক) বাংলা-উর্দু শব্দের ব্যবহার খ) ইংরেজি ও বাংলার ব্যবহার গ) হিন্দি-সংস্কৃতি শব্দের ঘ) আরবি-ফারসি শব্দের ব্যবহার ৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ক) সংস্কৃতির এপিঠ ওপিঠ খ) সংস্কৃতি কথা গ) সমাজ ও সভ্যতা ঘ) সভ্যতা ও সুখ ৪. ‘মমতাদি’ গল্পে মা মমতাদিকে জেরা করলেন কেন? ক) কাজে নিয়োগদানের প্রয়োজনে খ) তাকে পছন্দ হয়নি বলে গ) তাকে সন্দেহ হওয়ায় ঘ) মা’র বাবা উকিল তাই ৫. মমতাদির সঙ্গে ছেলেটির কথোপকথনকে মূল্যবান বলার কারণ- র. কথায় মূল্যবান জিনিস ছিল রর. কথার ভেতরে স্নেহ লুকিয়ে ছিল ররর. কথায় বন্ধুত্বপূর্ণ আবেগ লুকিয়ে ছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. হরিহর সর্বজয়াকে কেন মাতবর লোকটির জাতের কথা প্রকাশ করতে নিষেধ করলেন? ক) লোকটি অন্য জাতের তাই খ) লোকটির জাত নেই তাই গ) লোকটি নিচু জাতের তাই ঘ) লোকটি নিষেধ করেছে তাই ৭. দেশ, জনগোষ্ঠী ও সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের তারতম্য ঘটে - র. রীতি-প্রকৃতিতে রর. চেতনা-আদর্শে ররর. পদ্ধতি-প্রকরণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৮. মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন? ক) ১৮৩৫ খ্র্রিস্টাব্দে খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে গ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ঘ) ১৫৯৩ খ্রিস্টাব্দে ৯. কাজী নজরুল ইসলামকে ঢাকায় আনা হয় - ক) বাংলাদেশ প্রতিষ্ঠার পর খ) বাংলাদেশ প্রতিষ্ঠার আগে গ) যুদ্ধ চলাকালীন সময়ে ঘ) ভাষা আন্দোলনের সময় ১০. ‘পাঠক সমাজে উপন্যাসসাহিত্য বহুল পঠিত ও জনপ্রিয়।’ কারণ উপন্যাস- র. সহজ-সরল-প্রাঞ্জল রর. পাঠক নিজেকে খুঁজে পায় ররর. এখানে সমাজ-দেশ ও জাতির প্রতিফলন ঘটে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের অন্তর্গত রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন- ক) হুমায়ুন আজাদ খ) সেলিনা হোসেন গ) হুমায়ুন আহমেদ ঘ) রাবেয়া খাতুন ১২. কোন কথা কাঙালীর বুকে তীরের মতো বিঁধল? ক) কাঙালীর হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল খ) শালা, একি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? গ) দুলে! দুলের মড়ার কাঠ কি হবে শুনি? ঘ) মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা ১৩. কার কথাটি কাঙালীর বুকে গিয়ে তীরের মতো বিঁধল? ক) অধর রায়ের খ) দারোয়ানের গ) রাখালের মায়ের ঘ) বিন্দির পিসির ১৪. মমতাদির শাড়ির পাড়টি কেমন ছিল? ক) বিবর্ণ সবুজ খ) বিবর্ণ নীল গ) বিবর্ণ হলুদ ঘ) বিবর্ণ লাল ১৫. অভাগী কাঙালীকে কাকে ধরে আনতে বলে? ক) ঠাকুরদাস মুখজ্যেকে খ) নিজের স্বামীকে গ) বামুন মাকে ঘ) নাপতে বৌদিকে ১৬. যৌতুকপ্রথা এবং সামাজিক কুসংস্কারের শিকার হৈমন্তী অকালেই পাড়ি জমায় না ফেরার দেশে। হৈমন্তীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্র হলো- ক) অনুপমা খ) রায়বাহাদুর গ) নিরূপমা ঘ) কাঙালী ১৭. মমতাদিকে দেখে কে নিজেদের বাড়ির একজন মনে করে? ক) ছেলেটির মা খ) ছেলেটি নিজে গ) বাড়ির মানুষ ঘ) পাড়ার লোক ১৮. নিরূপমার বিবাহের সভায় ঋণদাতা মহাজনের উপস্থিত না হওয়ার কারণ- র. অসুস্থতা- রর. টাকা না দেওয়ার পাঁয়তারা- ররর. অভিমান- নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) রর ও ররর ১৯. পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে যা করা যায় না তা বুঝাতে নিচের কোন বিষয়টি সমর্থনযোগ্য? ক) সামনের দিকে মনোযোগী হওয়া খ) ডানে ও বামে তাকানো গ) হাঁটার আনন্দ উপভোগ ঘ) সামনের দিকে পথ হাঁটা ২০. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? ক) মুন্সীগঞ্জের বিক্রমপুর খ) বিহারের পালামৌ গ) আসামের কাছাড় ঘ) বিহারের সাঁওতাল পরগনা ২১. বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল? ক) বিছানায় খ) উঠানে গ) মেঝেতে ঘ) ঘরেতে ২২. পাকিস্তানি শাসকবর্গ ছিল - র. ধর্মান্ধ রর. সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী ররর. নয়া ঔপনিবেশবাদী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. ‘দেনাপাওনা’ গল্পের প্রেক্ষাপট কোনটি? ক) উনিশ শতকের বাঙালি সমাজ খ) বিংশ শতাব্দীর হিন্দু সমাজ গ) বিশ শতকের বাঙালি হিন্দু সমাজ ঘ) উনিশ শতকের ভারতীয় সমাজ ২৪. কার কথা মনে পড়তে মন খারাপ হয়ে গেল জাহানারা ইমামের? ক) স্বামীর কথা খ) রুমীর কথা গ) মিলির কথা ঘ) ডলির কথা ২৫. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? ক) বনফুল খ) ভানুসিংহ গ) বিদ্যাপতি ঘ) বীরবল ২৬. ডেমোক্রেসি কীসের সার্থকতা বোঝে? ক) সাহিত্যের খ) শিল্পের গ) চারুকলার ঘ) অর্থের ২৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাড়ি কোন গ্রামে? ক) গাঁওদিয়া গ্রাম খ) গৌরীনন্দন গ্রাম গ) গিরিশপুর গ্রাম ঘ) গোরাক্ষপুর গ্রাম ২৮. মমতাদি সহজ মানুষ হয়ে গেল - র. মুখ ফিরিয়ে হেসে রর. রহস্যের ঘোমটা খুলে ররর. ভালোবাসা আকাক্সক্ষা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কারাগারকে তারাই স্বর্গতুল্য মনে করে, যারা - র. মনুষ্যত্ববোধে জাগ্রত রর. অর্থচিন্তার নিগড়ে বন্দি ররর. ক্ষুৎপিপাসায় তৃপ্ত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩০. পারস্য দেশের নিয়ম অনুযায়ী নতুন বছরের প্রথম দিনকে কী বলে? ক) নিউ ইয়ার খ) নববর্ষ গ) নওরোজ ঘ) নয়াসন ৩১. ‘মমতাদি’ কেমন ঘরের নারী? ক) বনেদি ঘরের খ) মর্যাদাসম্পন্ন ঘরের গ) বামুন ঘরের ঘ) বস্তিঘরের ৩২. রামসুন্দর সংসারের ব্যয় নির্বাহ করতেন কীভাবে? ক) ব্যবসা করে খ) ঋণ করে গ) বাড়ি বিক্রয় করে ঘ) জমি বিক্রয় করে ৩৩. ‘এই বার ওর একটু গতি করি দাও বাবা’ - ‘গতি’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক) থাকা-খাওয়ার খ) জ্ঞান লাভের গ) স্বর্গ ভোগের ঘ) ধর্ম অনুশীলনের ৩৪. ভদ্রলোকদের চন্ডাল বংশে জন্মগ্রহণের উপমা দিয়ে প্রাবন্ধিক যা ফুটিয়ে তুলেছেন- র. ব্যথিতের বেদনা রর. উচিত শাস্তির ইঙ্গিত ররর. মনুষ্যত্বের শিক্ষা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে? ক) বাটি খ) মসলা গ) পেঁয়াজ ঘ) লঙ্কা ৩৬. বাংলা নববর্ষ পালন আরম্ভ হয়- ক) ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে খ) ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে গ) বিংশ শতাব্দীর প্রথমার্ধে ঘ) বিংশ শতাব্দীর শেষার্ধে ৩৭. ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন? ক) নওরোজ খ) জাতীয় উৎসব গ) অনন্য উৎসব ঘ) বর্ষবরণ উৎসব ৩৮. ‘পাঁড়ে, ব্যাটাকে গলাধাক্কা দিয়ে বার করে দে ত!’ - এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে? ক) শত্রুতা খ) জাতি বৈষম্য গ) উপযুক্ত শাস্তি বিধান ঘ) সাম্প্রদায়িকতা ৩৯. ছোট ছেলেটি কত বার রান্না ঘরে গিয়ে দাঁড়ালো? ক) এক দুই বার খ) দুই তিন বার গ) তিন চার বার ঘ) চার পাঁচ বার ৪০. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচ থেকে ঠেলা’ বলতে কী বোঝায়? ক) লোভের ফাঁদে পা না দেয়া খ) সুশিক্ষার ব্যবস্থা করা গ) সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিশ্চিত করা ঘ) মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা ৪১. কত সালে বনফুল ম্যাট্রিক পাস করেন? ক) ১৯১৬ খ) ১৯১৭ গ) ১৯১৮ ঘ) ১৯১৯ ৪২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা? ক) বিজ্ঞান বিষয়ক খ) হাস্যরসাত্মক গ) তথ্য প্রযুক্তি বিষয়ক ঘ) নারীর উন্নতি বিষয়ক ৪৩. মমতাদির কাজ বিনা আড়ম্বরে - ক) শেষ হলো খ) শুরু“হলো গ) নিখুঁত হলো ঘ) কমে গেলো ৪৪. ‘মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন’- কে? ক) হযরত মুহম্মদ (স) খ) হযরত আবুবকর (রা) গ) হযরত ওমর (রা) ঘ) হযরত ওসমান (রা) ৪৫. মমতাদির ঘোমটা দেওয়া- ক) সীমান্ত পর্যন্ত খ) বেশ উঁচু করে গ) হালকা করে ঘ) বেশ নিচু করে ৪৬. শিক্ষার অপ্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? ক) ক্ষুৎপিপাসার চেতনা খ) কর্তৃত্ব লাভের স্পৃহা গ) মনুষ্যত্বের জাগরণ ঘ) আর্থিক প্রতিষ্ঠার আগ্রহ ৪৭. শিক্ষার সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিপূরক? ক) মূল্যবোধ অর্জন খ) কর্মক্ষেত্র নির্বাচন গ) লেফাফাদুরস্তি ঘ) স্বাধীনতা লাভ * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ৩টি প্রশ্নের উত্তর দাও: রাত্রি শেষ। কুয়াশায় ক্লান্ত মুখ শীতের সকাল পাতার ঝরোকা খুলে ডানা ঝাড়ে ক্লান্ত হরিয়াল, শিশিরস্নাত ঘাসে মুখ রেখে শেষের কান্নায় দু’চোখ ঝরেছে কার, পরিচিত পাখিদের পায়। ৪৮. লাইব্রেরির সুবিধা কী? র. সেখানে অনেক বই থাকে- রর. বই কিনে পড়তে হয় না- ররর. নিজের পছন্দমতো বই পড়তে পারা যায়- নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৪৯. নজরুলের কবিতাকে বিশিষ্টটা দান করেছে- ক) আমেরিকার খ) বাংলাদেশের গ) ফ্রান্সের ঘ) নিউজিল্যান্ডের ৫০. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ক) শীতকালীন অতিথি পাখির কথা খ) শীতের পিঠার কথা গ) শিশিরের কথা ঘ) শীতের সবজির কথা সঠিক উত্তর : ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (ক) ৫. (খ) ৬. (গ) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (ঘ) ১১. (ক) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (গ)
×