ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৫:১৮, ৩১ আগস্ট ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ২৫. প্রাচীনকালে এথেল ও স্পার্টার কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? ক) বিশ্ব রাষ্ট্র খ) জাতীয় রাষ্ট্র গ) নগররাষ্ট্র ঘ) যুক্তরাষ্ট্র ২৬. গণতান্ত্রিক মূল্যবোধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে- ক) দলীয় প্রধানের সিদ্ধান্তকে প্রাধান্য দেয খ) উপরের সারির নেতাদের আলোচনাকে প্রাধান্য দেয় গ) পরস্পরের আলোচনাকে প্রাধান্য দেয় ঘ) মাঝারি সারির নেতাদেরকে প্রাধান্য দেয় ২৭. বিচার বিভাগের কাজ হলো- র. আইন অনুযায়ী বিচার করা রর. সংবিধান সমুন্নত রাখা ররর. মৌলিক অধিকার রক্ষা নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২৮. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল- র. জনতা লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি রর. কম্যুনিস্ট পার্টি ররর. মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, পিডিপি নেজামে ইসলাম নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) ররর ঘ) র, রর, ও ররর ২৯. দুর্বল শাসনব্যবস্থ ব্যবস্থাক থেকে উত্তরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে? ক) নৈতিক চরিত্র খ) জবাবদিহিতা গ) আইনের প্রয়োগ ঘ) ধর্মীয় মূল্যবোধ ৩০. পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু সমাজবিজ্ঞান অপেক্ষা- ক) বিস্তৃত খ) সংকীর্ণ গ) ব্যাপক ঘ) অনেক বেশি বিস্তৃত ৩১. ইন্দিরা গান্ধীর চরিত্রের মাধুর্য ও তেজস্বিতা তাকে অন্যান্য যেকোনো নেতার চেয়ে পৃথক করেছিল। তার মধ্যে যে গুণটি ছিল- ক) ব্যক্তিত্ব খ) দৈহিক সুস্থতা গ) শিক্ষা ঘ) দৈহিক সৌন্দর্য ৩২. রাজতান্ত্রিক সরকার কাঠামোয়-- র. রাজা বা রানির হাতে চরম ক্ষমতা থাকে রর. রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে ররর. বাহ্যিক শাসনকে মেনে নেওয়া হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৩৩. এরিস্টটল ছিলেন- র. স্বেচ্ছাচারের ঘোর বিরোধী রর. ব্যাক্তি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ররর. রক্ষণশীল বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. নিচের কোনটি বিচারক নিয়োগ পদ্ধতি নয়? ক) জনগণের ভোটে খ) আইনসভা কর্তৃক গ) শাসন বিভাগ কর্তৃক ঘ) উত্তরাধিকার সূত্রে ৩৫. "প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা।"-কে বলেছেন? ক) অধ্যাপক গার্নার খ) অধ্যাপক লাস্কি গ) ই, এম হোয়াইট ঘ) এফ, আই গ্লাউড ৩৬. জাতি রাষ্ট্রের দ্রষ্টা কে? ক) ম্যাকিয়াভেলি খ) বিসমার্ক গ) হিটলার ঘ) মুসোলিনি ৩৭. ভারত-পাকিস্তান বিভক্ত হয় কিসের ভিত্তিতে? ক) রাজনীতি খ) ধর্ম গ) অর্থনীতি ঘ) ভূগোল ৩৮. জাতীয়তাবোধ মানুষকে কী করতে উৎসাহ দেয়? ক) শিক্ষা বিস্তারে খ) স্বাধীনতা সংগ্রামে গ) মুক্ত চিন্তা করতে ঘ) দেশ পুনর্গঠনে ৩৯. রাজনৈতিক সামাজিকীরণের অন্যতম মাধ্যম হচ্ছে- ক) আমলাতন্ত্র খ) জাতীয় সংসদ গ) পরিবার ঘ) ইউনিয়ন পরিষদ ৪০. প্রাচীন নগররাষ্ট্রে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? ক) মহিলা খ) মহিলা ও পুরুষ গ) পুরুষ ঘ) মহিলা ও দাসদাসী ৪১. "দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক।" কে বলেছেন? ক) ওখঙ খ) ওগঋ গ) টঘউচ ঘ) ডঙজখফ ইঅঘক ৪২. জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কোন দিনটিকে মানবধিকার দিবস হিসেবে উদযাপন করে- ক) ৮ ডিসেম্বর খ) ১০ ডিসেম্বর গ) ১২ ডিসেম্বর ঘ) ১৪ ডিসেম্বর
×