ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মন্টুর স্মরণসভা

প্রকাশিত: ০৭:৪১, ৩০ আগস্ট ২০১৫

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মন্টুর স্মরণসভা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার রাতে স্মরণসভার আয়োজন করা হয়। মাহজেবিন শিরিন পিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনিছুন্নবী বিশ্বাস, মকলেছুর রহমান, ইউএনও রফিকুল ইসলাম সেলিম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রশিদুল্লাহ, এসএম রাজা, মোস্তাক আহমেদ কিরন, আলাউদ্দিন আহমেদ, এসএম ফজলুর রহমান, আজিজুর রহমান শাহীন, মোস্তাফিজুর রহমান কামাল, বশির আহমেদ বকুল, হাসানুজ্জামান। বাংলাদেশ ভার্সিটিতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ইউনিভার্সিটির নবাগত শিক্ষকদের শিক্ষাদানে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এমএ গোলাম দস্তগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ।-বিজ্ঞপ্তি বঙ্গবন্ধুর স্মরণে গণভোজ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শনিবার বঙ্গবন্ধুর বিরাট স্মরণসভা হয়েছে লৌহজং উপজেলার বৌলতলী মাঠে। এতে প্রধান প্রধান অতিথি বক্তব্য রাখেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। প্রধান আলোচকের ভাষণ দেন আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক। বৌলতলী ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন শেখের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল রশিদ শিকদার, রশিদ মোল্লা প্রমুখ। বাল্যবিয়ে মুক্ত করতে সংলাপ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার বিষয়ে কর্মকৌশল ও কর্মসূচী প্রণয়নে আইনজীবী, ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের নিয়ে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল সম্মেলন কক্ষে ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় উপজেলা পরিষদ এ সংলাপের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদীর সভাপতিত্বে সংলাপে অংশ নেন, অধ্যক্ষ আবু আহমেদ, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, কোহিনুর ইসলাম, সুভাষ চৌধুরী প্রমুখ।
×