ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাঙ্ককে বোমা হামলা ॥ ‘প্রধান সন্দেহভাজন’ গ্রেফতার

প্রকাশিত: ০৬:১৯, ৩০ আগস্ট ২০১৫

ব্যাঙ্ককে বোমা হামলা ॥ ‘প্রধান সন্দেহভাজন’ গ্রেফতার

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের এরাওয়ান মন্দিরের কাছে বোমা হামলার ঘটনায় ‘সম্ভাব্য প্রধান সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে থাই পুলিশ। শনিবার গ্রেফতার হওয়া ওই ব্যক্তিই সিসিটিভি ফুটেজে দেখা এক সন্দেহভাজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ওয়েবসাইটের। ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের কিছুক্ষণ আগে ওই ব্যক্তি তার পিঠের ব্যাগ বিস্ফোরণস্থলের কাছে ফেলে যান বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এরপর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই বিস্ফোরণে ২২ জন নিহত হন। শনিবার ব্যাঙ্ককের উত্তরাঞ্চলের একটি এ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। সেখানে প্রবেশ করে বোমার তৈরির সম্ভাব্য বিভিন্ন সরঞ্জামের সন্ধান পাওয়া যায় বলে জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভনসিরি জানিয়েছেন। এ্যাপার্টমেন্টটি সন্দেহভাজন ওই ব্যক্তি ব্যবহার করতেন। তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তি দেখতে ঠিক তার মতো, যে সন্দেহভাজনের খোঁজ আমরা করছি। বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জামাদিও পাওয়া গেছে। ওই বিস্ফোরণের পর দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঁচা বলেছিলেন, থাইল্যান্ডে এর আগে এত ভয়াবহ বোমা হামলা আর হয়নি।
×