ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় কবি স্মরণে নজরুল একাডেমির আয়োজন

প্রকাশিত: ০৬:০৮, ৩০ আগস্ট ২০১৫

জাতীয় কবি স্মরণে নজরুল একাডেমির আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন ও ‘অনন্তকালব্যাপী মাসিক অনুষ্ঠান নজরুল উৎসব’ উপলক্ষে নজরুল একাডেমি গত বৃহস্পতি ও শুক্রবার দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এর মধ্যে বৃহস্পতিবার জাতীয় কবির মৃত্যুদিবসে সকাল ৭টায় কবির সমাধিতে পুষ্প অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় নজরুল একাডেমি বিদ্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৬টায় মগবাজারের নজরুল একাডেমির নিজস্ব মিলনায়তনে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সহ-সভাপতি মোঃ আবদুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিন্টু রহমান। আলোচনা করেন নির্বাহী সদস্য মুুকীত চৌধুরী, কৃষিবিদ রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান, নির্বাহী সদস্য মাহবুবুল হক, সম্পাদক (গবেষণা ও প্রকাশনা) ম. মীজানুর রহমান, নজরুল গবেষক বাবু রহমান, কলকাতার প্রদীপ মহান্ত এবং নজরুল বংশের সদস্য সূবর্ণ কাজী। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সমবেত সঙ্গীত ‘একি অপরূপ রূপে মা তোমায়’ পরিবেশন করা হয়। এর পর ‘খোদা এই গরিবের শোন মোনাজাত’, ‘খায়বর জয়ী আলী হায়দর জাগো’ শিরোনামের সঙ্গীত পরিবেশন করা। এর পর একক নজরুল সঙ্গীত পরিবেশন করেন নজরুল একাডেমির শিক্ষক মইদুল ইসলাম ও মোঃ বদিউজ্জামান বাদল, অতিথি শিল্পী কবি নাতি সুবর্ণ কাজী ও কলকাতা থেকে আগত প্রদীপ মোহান্ত, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, শিক্ষার্থী শিল্পী লামিয়া ফাতেমা, রেবেকা সুলতানা, মাহমুদা আনজুম, মোহসিনা খানম, আনিকা শারমিলা কৃপা, সামিয়া জারিন, অর্পিতা সাহা, পূজা দাস, মাইশা জারিন, মাহজাবিন হোসেন, সূকন্যা সাহা, তানজিম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে শিল্পীদের তবলায় সহযোগিতা করেন জয়দেব চক্রবর্তী ও জোসেফ ম্যান্ডেস।
×