ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেসবুক’

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ আগস্ট ২০১৫

নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য  চলচ্চিত্র ‘ফেসবুক’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেসবুক’। ইন্টারনেট জগতের অন্যতম অনুষঙ্গ ফেসবুক এবং সামাজিক জীবনে এর প্রভাবসহ সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজু আহমেদ। প্রযোজনা করেছে ঢাকা মৌলিক নাট্যদল। হাতিরঝিলের আশপাশে, কমলাপুর রেলস্টেশন এলাকাসহ রাজধানীর মনরোম লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা আতিকুর রহমান রতœ। আরও অভিনয় করেছেন নাট্যকার জি এম স্পর্শ, অহি চৌধুরী, নিপা প্রধান, আব্দুল হাকিম হিমেল, নিলয় রহমান, শিশু শিল্পী সুরাইয়া জান্নাত সৃষ্টি এবং ঢাকা মৌলিক নাট্যদলের সদস্যরা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক ছিলেন জাফর ইকবাল, সহকারী পরিচালক শাওন ও নিলয় রহমান। চিত্রগ্রহণে বকুল। ১৪ মিনিট ১৪ সেকেন্ড ব্যাপ্তির এই চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে শুরু হতে হওয়া আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য উৎসবেসহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে । প্রসঙ্গত, ঢাকা মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদ এর আগে মঞ্চনাটকের নির্দেশনা দিলেও এই প্রথম কোন চলচ্চিত্র নির্মাণ করলেন। ২০০৯ সালে তিনি এই নাট্যদলটি প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত এই দলের দুটি মঞ্চনাটক এবং দুটি পথনাটকসহ মোট চারটি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। আসছে এ দলের পঞ্চম প্রযোজনাও নির্দেশ দিচ্ছেন। নির্দেশনার পাশাপাশি তিনি নিয়মিতভাবে অভিনয়ও করছেন। এছাড়া তিনি দুটি চলচ্চিত্র, চারটি ধারাবাহিক নাটক এবং বেশ কয়েকটি খ- নাটকে অভিনয় করেছেন। নিজ জেলা বগুড়ায় থাকাকালীন তিনি বগুড়া কলেজ থিয়েটারের সদস্য এবং সোনাতলা থিয়েটারের সভাপতি ছিলেন একাধিকবার। সোনাতলা থিয়েটারের হয়ে তিনি বেশ কিছু নাটকে নির্দেশনা দেন এবং অভিনয় করেন। এছাড়া সাজু আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘স্মৃতি কেন কাঁদায়’ ২০০০ সালে প্রকাশিত হয়।
×