ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ক্যালকাটা ইয়ুথ কয়্যারের সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৬:৩২, ২৯ আগস্ট ২০১৫

যশোরে ক্যালকাটা ইয়ুথ কয়্যারের সঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের দর্শকদের মাতিয়ে গেল ক্যালকাটা ইয়ুথ কয়্যার। তাদের পরিবেশনার মধ্যে ছিল গণসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনপূর্ণ দর্শক উপভোগ করল আনন্দঘন সন্ধ্যা। তির্যক যশোরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে সমবেত হয়েছিল সঙ্গীতপিপাসু শত শত দর্শক। ইয়ুথ কয়্যারের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরী আয়ারল্যান্ডের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলের শিল্পীরা এ পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ওপার বাংলার শিল্পীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। যশোরের পক্ষ থেকে অতিথিদের পরিয়ে দেয়া হয় উত্তরীয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিদের পরিবেশনার আগে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত, নৃত্য বিতানের শিল্পীদের নৃত্য ছিল দর্শকের ভাললাগার বিষয়। সাবেক সংসদ সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, সাংস্কৃতিকজন আলী আকবার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুসহ গণ্যমান্য ব্যক্তিরা মঞ্চে ভারতীয় শিল্পীদের উত্তরীর পরিয়ে দেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রাত সাড়ে ৮টার পরে দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর কয়্যারের শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত। অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সাজানো গোছানো না হলেও তীব্র গরমের মধ্যে সঙ্গীতপিপাসুরা উপভোগ করেন শিল্পীদের নানা পরিবেশনা। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন কলকাতার শিল্পী সুচন্দ্রা ঘোষ এবং আবৃত্তি করেন রবীন্দ্র মজুমদার। সঙ্গীত পরিবেশন করেন রীনা পাল, পাপিয়া দাস, মঞ্জুশ্রী মতিলাল, সুনীল কুমার, অরূপ কান্তি লাল, সরজিত বোস, তাপস চন্দ্র, শক্তি মুখার্জী, দিবেন্দু মুখার্জী, মঞ্জু রায়, দেব ব্রত ববি রায়, তাপস কুমার দত্ত, শ্যাম সুন্দর অধিকারী, মীনা বসাক, প্রবীর কুমার দাস, আলপনা সরকার এবং সাথী সরকার।
×