ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে বরেন্দ্র সড়ক খানাখন্দে ভরা

প্রকাশিত: ০৬:২২, ২৯ আগস্ট ২০১৫

চাঁপাইয়ে বরেন্দ্র সড়ক খানাখন্দে ভরা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বরেন্দ্র ভূমির একটি সড়ক স্থানীয়দের অর্থনৈতিক চাকা সচল রাখতে অন্যতম চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। যোগাযোগের ক্ষেত্রেও একই ধারা, যুগান্তকারী আর্থিক প্রবৃদ্ধির দিকনির্দেশক প্রায় ৬২ কিলোমিটার সড়কটি অযতœ অবহেলায় একেবারে পরিত্যক্ত। সংস্কারের অভাবে কোন ধরনের যানবাহন সড়কটিতে উঠতে সাহস পাচ্ছে না। উঠলেও সোয়াঘণ্টার পথ সাড়ে তিন ঘন্টাতেও শেষ হচ্ছে না। পণ্যবাহী ট্রাক ভুলেও এ রাস্তায় নামে না। তবে খালি ট্রাক কোনভাবে হেলেদুলে রাস্তা অতিক্রম করে। বাস মিনিবাস বা তিন চাকার কোন গাড়ি রাস্তায় নামলে অক্ষতভাবে গন্তব্যে পৌঁছতে পারে না। এমনকি সাধারণ মানুষ যারা হাটে তারাও পৌঁছতে পারে না। তিন জেলা শহর ও প্রায় ১২টি উপজেলার গ্রামীণ জনপদের সঙ্গে সংযোগ সাধনের কাজ করতো চাঁপাইনবাবগঞ্জের বুক চিরে চলে যাওয়া আমনুরা নাচোল গোমস্তাপুর উপজেলা, রহনপুর ও আড্ডা পেরিয়ে ধানসুড়া ছুয়ে নওগাঁমুখী বরেন্দ্র সড়কটি। অনেক আগে এটি কাঁচা ছিল। বরেন্দ্র কর্তৃপক্ষ গঠনের পর সড়কটি অপ্রশস্তভাবে কংক্রিট করায় বিশাল বরেন্দ্রর কৃষি পণ্য এই সড়ক পথে কয়েক ঘণ্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী পৌঁছবার নিশ্চয়তা পেয়েছিল। স্থানীয় বরেন্দ্র কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন জানান গুরুত্বপূর্ণ সড়কটি তাদের হাত ছাড়া হবার পর আর কোন সংস্কার হয়নি। সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশল অফিস নিশ্চিত করেছে বর্ষা শেষ হওয়া মাত্র টেন্ডার হবে সড়কটি সংস্কারে।
×