ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম পাকিস্তানী হিসেবে ১০ হাজার রান করতে চান ইউনিস

প্রকাশিত: ০৬:১৫, ২৯ আগস্ট ২০১৫

প্রথম পাকিস্তানী হিসেবে ১০ হাজার রান করতে চান ইউনিস

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম পাকিস্তানী হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে চান অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য বিশেষ কিছু করার ইচ্ছা সবসময় আমার ছিল। আমার এখন একটা স্বপ্ন টেস্টে প্রথম পাকিস্তানী হিসেবে ১০ হাজার রান করা। টেস্টে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইউনিস খান। আগামী নবেম্বরে ৩৮ বছরে পা দেবেন তিনি। এই বয়সে অবসরের কথা না ভেবে বরং নতুন মাইলফলক স্পর্শ করতে চাইছেন। টেস্টে পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে ইউনিস। ১২৪ ম্যাচ খেলে ৮৮৩২ রান নিয়ে পাকিস্তানের টেস্টে সর্বোচ্চ রানের মালিক জাভেদ মিয়াঁদাদ। ১১৯ ম্যাচ খেলে ৮৮২৯ রান নিয়ে তালিকায় দুই নম্বরে রয়েছেন ইনজামাম উল হক। তৃতীয় স্থানে থাকা ইউনিস খান বর্তমানে ১০১ টেস্ট ম্যাচ খেলে করেছেন ৮৮১৪ রান। এর মধ্যে রয়েছে ৩০ সেঞ্চুরি ও ২৯ হাফসেঞ্চুরি। তবে সেঞ্চুরির দিক থেকে পাকিস্তানের সেরা তিনি। এছাড়া এক ইনিংসে ৩১৩ রানের সেরা ইনিংসটিও তার। ১০ হাজার রান পূর্ণ করতে আরও ১১৮৬ রানের প্রয়োজন ইউনিসের। এই রান করতে পারলে টেস্টে পাকিস্তানের সবাইকে ছাড়িয়ে যাবেন তিনি। তাই এই মাইলফলক স্পর্শ করা বড় অর্জন হিসেবে দেখছেন ইউনিস। তিনি বলেন, ‘পাকিস্তানের হয়ে টেস্টে ১০ হাজার রান সংগ্রহ করা আমার জন্য বিশাল অর্জন। আমি আত্মবিশ্বাসী, সেই লক্ষ্যে পৌঁছাতে পারব।’ তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই সময় গিয়েছে। তবে সবসময় শৃঙ্খলার মধ্যে থেকে খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। চেষ্টা করেছি ভাল ক্রিকেট খেলার জন্য।’ অক্টোবরে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর আগামী বছরে ইংল্যান্ডে সফর করবে পাকিস্তান। দীর্ঘদিন পর ইংল্যান্ডে তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে রয়েছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইউনিস। তিনি বলেন, ‘২০১০ সালের পর দীর্ঘসময়ে আমরা ইংল্যান্ডে খেলতে যাইনি। তাই আগামী বছরে তাদের মানসম্মত বোলারদের বিপক্ষে রান করার জন্য মুখিয়ে আছি।’
×