ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে বোমা হামলাকারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ আগস্ট ২০১৫

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে বোমা  হামলাকারী গ্রেফতার

সৌদি আরবে এক মার্কিন সামরিক ঘাঁটি খোবার টাওয়ারে ১৯৯৬-এর বোমা হামলার প্রধান সন্দেহভাজন জঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গী ২০ বছর পলাতক ছিল। খবর টেলিগ্রাফ অনলাইনের। জঙ্গী সংগঠন হিজবুল্লাহ আল-হেজাজের নেতা আহমেদ আল-মুগাসসিলকে বুধবার বৈরুতে আটক করা হয়। এরপর তাকে রিয়াদে স্থানান্তর করা হয়। সৌদি মালিকানাধীন সংবাদপত্র আশারক আল-আওসাত এ কথা জানিয়েছে। ওই বোমা হামলার জন্য মুগাসসিল (৪৮) দায়ী বলে মনে করা হচ্ছে। ওই হামলায় ১৯ মার্কিন নাগরিক নিহত হয় এবং আহত হয় ৫শ’। সৌদি কর্তৃপক্ষ এখনও কোন মন্তব্য করেনি। কিন্তু সউদি সংবাদমাধ্যম বলেছে, মুগাসসিলকে আটক করার ঘটনা এক বড় সাফল্য। লোকটা এমন ছদ্মবেশে পালিয়েছিল যে তাকে শনাক্ত করা ছিল কঠিন। এ হামলার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এতোদিন ইরানকে দায়ী করে আসছিল।
×