ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্রোহী কবি ও বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৫:৫০, ২৯ আগস্ট ২০১৫

বিদ্রোহী কবি ও বঙ্গবন্ধু

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানÑ এই দুই মহান বাঙালী তাঁদের অমর কীর্তির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। একজন তাঁর রচনা দিয়ে ঘুমন্ত বাঙালীকে জাগানোর চেষ্টা করেছেন অন্যজন তাঁর সুদূরপ্রসারী নেতৃত্ব দিয়ে একটি জাতিকে মুক্তির স্বাদ দিয়েছিলেন। বাঙালী হৃদয়ে তাঁদের অবস্থান চিরকালীন। মুক্তিযুদ্ধে বীর সেনানীরা কবি নজরুলের গান, কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ রক্ষায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নজরুলের গান, কবিতা, রচনায় নানাভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে তাঁকে শ্রদ্ধাও করতেন। স্বাধীনতার পর অসুস্থ কবিকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় বঙ্গবন্ধুর বিশেষ উদ্যোগে। শুধু তাই নয়, বাঙালীর জন্য তাঁর সামগ্রিক অবদানের জন্য তাঁকে জাতীয় কবির মর্যাদাও দেয়া হয়। বঙ্গবন্ধু কবির সব রচনা সংরক্ষণ ও মানুষের মধ্যে প্রসারে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন বাঙালীর আদর্শে, চিন্তায় ও মননে যদি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে জাগরূক রাখা যায় তবে বাঙালীর অগ্রগতি কেউ ‘দাবায়া’ রাখতে পারবে না। আহাদ রেজা ধানম-ি, ঢাকা
×