ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লগার অনন্ত হত্যা

সিলেটে দুই ভাই গ্রেফতার, ৭ দিনের রিমান্ড

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ আগস্ট ২০১৫

সিলেটে দুই ভাই গ্রেফতার, ৭ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিলেটে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার গভীর রাতে জামায়াত অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত কানাইঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাদের ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত। গ্রেফতারকৃতরা হলো কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী ও মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান। সিআইডি জানায়, কয়েক মাস আগে সিলেটের মুন্সিপাড়া থেকে গ্রেফতার হওয়া জঙ্গী ফারাবির সূত্র ধরে গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা নিহত অনন্তকে ফেসবুকে হুমকি দিয়েছিল বলে সিআইডি দাবি করে। এর আগে গত ৭ জুন সিলেটের আলোকচিত্রী ইদ্রিছ আলীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেও তার কাছ থেকে কোন তথ্য পায়নি সিআইডি। গত ১২ মে নগরীর সুবিদবাজারে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এর দায় স্বীকার করে আনসার উল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গী সংগঠন। সিআইডি জানায়, গ্রেফতারকৃতরা অনন্ত হত্যাকা-ে জড়িত বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
×