ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহাশূন্যে প্রজাপতি!

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ আগস্ট ২০১৫

মহাশূন্যে প্রজাপতি!

মহাকাশ বিজ্ঞানীরা বিখ্যাত হাবল টেলিস্কোপে এক অভূতপূর্ব দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। লক্ষ- কোটি তারকারাজির মাঝে হঠাৎ করেই এক জ্বলজ্বলে প্রজাপতি চোখে পড়ল তাদের। রহস্যময় মহাকাশে আরও রহস্যময়-প্রজাপতিটির জন্ম হয়েছিল ১২ শ’ বছর আগে! এই প্রজাপতিকে ডাকা হচ্ছে ‘টুইন জেট নেবুলা’ নামে। অদ্ভুত, দৃষ্টিনন্দন এবং জাঁকজমকপূর্ণ প্রজাপতিটি আসলে মৃত তারা দিয়ে তৈরি হয়েছে। দুই পাশ থেকে দুটো পাখার মতো এসে মিলিত হয়েছে। টুইন জেট মূলত প্ল্যানেটরি নেবুলা। এদের আকৃতি সাধারণত গোলাকার, তবে খুব বেশি বর্তুলাকার নয়। একটি অংশকে কেন্দ্র করে দুই পাশে ডানার মতো ছড়িয়ে পড়েছে। এ বাইনারটি সিস্টেমে আছে দুটো বিশাল তারা; যা সূর্যের প্রায় সমান। এদের একটি হোয়াইট ডাওয়ার্ফ। জীবনের শেষ সময় অতিবাহিত করছে এটি। অপরটির অবস্থা একই। প্রজাপতির তারাগুলো যখন গ্যাস নির্গত করছে তখন তা একে অন্যের সঙ্গে বিক্রিয়া করছে। আর দুই ডানা বরাবর ছড়িয়েও পড়ছে। এই গ্যাসের গতিবেগ ঘণ্টায় ৬ লাখ মাইল পর্যন্ত হয়। আজ থেকে প্রায় ১২ শ’ বছর আগে এই প্রজাপতিটি তৈরি হয়েছে এবং তার ডানা দুটো ক্রমশ বড় হয়ে চলেছে। সূত্র: ওয়েবসাইট
×