ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিন সন্ত্রাসী হামলার শিকার

প্রকাশিত: ০৭:১৯, ২৮ আগস্ট ২০১৫

ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিন সন্ত্রাসী হামলার শিকার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. সুব্রত কুমার দে বুধবার রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শহরের রামবাবু রোডের অলকা নদী বাংলা শপিং সেন্টারের সামনে তিনি এই হামলার শিকার হন। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিকাদারের বিলসংক্রান্ত বিরোধের জের ধরে ভাড়া করা সন্ত্রাসীরা অধ্যাপক সুব্রতকে পিটিয়ে ও কিল ঘুষিতে মারাত্মক আহত করে। ঘটনার বিচার ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার সকালে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা আহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শেখ মোঃ ইলিয়াস হোসেন (৭৫) নামের এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে খালিশপুর থানাধীন বয়রা পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) অফিসের সামনে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার সকালে ঢাকায় প্রেরণ করা হয়েছে। একাডেমিক ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঐতিহ্যবাহী ভাষা শহীদ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন ও বক্তব্য দেন ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বক্তব্য দেন ভূমিমন্ত্রীর একান্ত সচিব জাকির হোসেন , উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আ ক ম মারুফ আল ফারুকি প্রমুখ। অভিভাবক সমাবেশ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার মান উন্নয়নে গৌরনদী পৌর এলাকার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য শরীফ মোঃ জামাল, জিএম আলাউদ্দিন, খোকন আহম্মেদ হীরা, লিটন বেপারী, আলাউদ্দিন সিকদার, শিক্ষক মোঃ আজিজুল হক, ইদ্রিস আলী তালুকদার, বিভা রানী ম-ল, আজাহার সরদার প্রমুখ।
×