ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকারণে দর বাড়ছে শমরিতার

প্রকাশিত: ০৭:০৬, ২৮ আগস্ট ২০১৫

অকারণে দর বাড়ছে শমরিতার

সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হাসপাতালের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে বুধবারে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৮ কার্যদিবসের ৮ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৭৯ থেকে বেড়ে হয় ৯৩ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৪ টাকা বা ১৬ দশমিক ৮৪ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার বোনাস লভ্যাংশ ও রাইট ঘোষণা বিবিএসের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, বিনিয়োগকারীদের জন্য ১০ টাকা প্রিমিয়ামে ১আর : ২ হারে রাইট ছাড়বে কোম্পানিটি। অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৯ টাকা, শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৪.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.০২ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×