ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩ হাজার ৩১৮ বছর জেল

প্রকাশিত: ০৭:০৪, ২৮ আগস্ট ২০১৫

৩ হাজার ৩১৮ বছর জেল

যুক্তরাষ্ট্রের কলরাডোয় একটি সিনেমা হলে নির্বিচার গুলি চালিয়ে ১২ জনকে হত্যা ও ৭০ জনকে আহত করাসহ কয়েকটি অপরাধের দায়ে আসামি জেমস হোমসকে ১২ দফা যাবজ্জীবন এবং সর্বোচ্চ ৩ হাজার ৩১৮ বছরের কারাদ- দিয়েছে আদালত। বুধবার আদালতে এ দ- ঘোষণার সময় বিচারক বলেন, কোন মামলায় যদি সর্বোচ্চ সাজা দেয়ার থাকে তাহলে এটি সেরকম এক মামলা।’ -ওয়েবসাইট বন্যপ্রাণী খুঁজতে দুর্গম জঙ্গল এলাকায় হারিয়ে যাওয়া বন্যপ্রাণী খুঁজতে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বিশেষ ধরনের ড্রোন উদ্ভাবন করেছেন। প্রাণীদেহে ইলেকট্রনিক ট্যাগ থাকলে ওই প্রাণীগুলোকে শনাক্ত করতে পারবে এই ড্রোন। ড্রোনের সঙ্গে লাগানো থাকবে একটি এ্যান্টেনা যার মাধ্যমে ট্যাগ থেকে বৈদ্যুতিক তরঙ্গ চিহ্নিত করবে ড্রোন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট ডেবি স্যান্ডার্সের নেতৃত্বে একদল গবেষক ড্রোনটি উদ্ভাবন করেছেন। -টেক লাইন ক্যানবেরার একটি অভয়ারণ্যে একে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। -টেক অনলাইন
×