ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাকার অভাবে হৃদরোগ চিকিৎসা শুরুই করতে পারেননি আবদুর রহিম

প্রকাশিত: ০৬:০৭, ২৮ আগস্ট ২০১৫

টাকার অভাবে হৃদরোগ চিকিৎসা শুরুই করতে পারেননি আবদুর রহিম

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত আবদুর রহিম (৭০) এর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। গত ৪ বছর ধরে তিনি এ সমস্যায় ভুগছেন। তিনি বুকে ব্যথা এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট অনুভব করেন। কয়েকজন চিকিৎসক দেখিয়েছেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না। অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষা করিয়ে চিকিৎসা শুরু করতে পারছেন না তিনি। বি’বাড়িয়ার সরাইল থানাধীন শাহবাজপুর গ্রামে তার বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। গাড়ির হেলপার এক ছেলের উপার্জন দিয়ে সংসার চলে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, বৃদ্ধ আব্দুর রহিমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৫৬২৬৯৪১৪(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে মোঃ আবদুর রহিম, বাংলাদেশ কৃষি ব্যাংক, সরাইল শাখা, বি’বাড়িয়া, হিসাব নং -১১১০৪। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×