ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

প্রকাশিত: ০৭:৪৫, ২৭ আগস্ট ২০১৫

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৪৪. মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা কোন সংগঠনের? ক) একমালিকানা খ) অংশীদারি গ) যৌথ মূলধনী ঘ) সমবায় ৪৫. রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলনীতি কোনটি? ক) জনবিভ্রাট খ) শিল্প কাঠামো সৃষ্টি গ) শ্রমিকল্যাণ ঘ) জনদুর্ভোগ ৪৬. যে অংশীদার ব্যবসায়ের শুধু মূলধন যোগান দেয় কিন্তু কার্য পরিচালনায় অংশ নেয় না তাকে কী বলা হয়? ক) সক্রিয় অংশীদার খ) নামমাত্র অংশীদার গ) আপাতদৃষ্টিত অংশীদার ঘ) নিষ্ক্রিয় অংশীদার ৪৭. বাণিজ্য সৃষ্টি করেÑ র. ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ রর. রূপগত উপযোগ ররর. স্থানগত উপযোগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. বাংলাদেশে প্রচলিত ‘বিকাশ’ কোন ব্যাংকের অবদান? ক) ডাচ্-বাংলা খ) ব্র্যাক গ) প্রাইম ঘ) গ্রামীণ * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : মহিদুর রহমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে ক্রেতা-বিক্রেতাদের নিকট পণ্য ও সেবা ক্রয়-বিক্রযের মাধ্যমে মুনাফা অর্জন করছেন। তিনি তার ব্যবসায়ের ঝুঁকির প্রতি বেশ সজাগ। তাই ঝুঁঁকি কমাতে ব্যবসায়িক প্রক্রিয়া অবলম্বন করতে চান। ৪৯. ই-কমার্স বলতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবাকর্ম Ñ র. ক্রয়-বিক্রয় করাকে বোঝায় রর. ফরমায়েশ প্রদান করাকে বোঝায় ররর. লেনদেন করাকে বোঝায় নিচের কোনটি সঠিক? ক) ই-রিটেইলিং খ) ই-কমার্স গ) ই-মার্কেটিং ঘ) ই-বিজনেস ৫০. উদ্যোক্তার গুণাবলি হলো - র. আত্মবিশ্বাস, স্বাধীনতা, অধ্যবসায় রর. সাহসী, অধ্যবসায়ী, সৃজনশীল ররর. বয়স, শিক্ষা, অধিকতর বিক্রয় করা নিচের কোনটি সঠিক? ক) পণ্য সজ্জা খ) তথ্যপ্রযুক্তি গ) ই-কমার্স ঘ) বিমা সঠিক উত্তর : ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (খ)
×