ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রকাশিত: ০৭:৪৪, ২৭ আগস্ট ২০১৫

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

(পূর্ব প্রকাশের পর) ২০. কেন্দ্রীয় ব্যাংক কার প্রতিনিধি হিসেবে কাজ করে? ক) রাষ্ট্রের খ) সরকারের গ) অন্যান্য ব্যাংকের ঘ) জামানতকারীর ২১. অক্ষাংশ পরিমাপের একককে কী বলে? ক) রেডিয়ান খ) মিনিট গ) ডিগ্রি ঘ) মিটার ২২. বাংলাদেশে কোন শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতার সৃষ্টি করেছে? ক) কর্মমুখী শিক্ষার খ) নারীশিক্ষার গ) নারীর ক্ষমতায়ন শিক্ষা ঘ) নারীর উচ্চ শিক্ষা ২৩. সাগর-মহাসাগর কোন ধরনের সম্পদ? ক) ব্যক্তিগত খ) জাতীয় গ) আর্ন্তর্জাতিক ঘ) সমষ্টিগত ২৪. কোনটির মাধ্যমে শিশু জীবজগৎ সম্পর্কে বৈজ্ঞানিক ধ্যানধারণায় অনুপ্রাণিত হয়? ক) সংবাদপত্রের খ) খেলার সাথী গ) গণমাধ্যম ঘ) প্রতিবেশী ২৫. জাতীয় সংসদের ওপর ন্যস্ত - র. ইউনিয়ন পরিষদ নির্বাচন রর. ন্যায়পাল নির্বাচন ররর. রাষ্ট্রপতি নির্বাচন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. রাষ্ট্র পরিচালনার জন্য কতটি বিভাগ থাকে? ক) চারটি খ) তিনটি গ) সাতটি ঘ) ছয়টি ২৭. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা হয়নি। এর কারণ হিসেবে মনে করা হয়- র. সম্পদের সুষম বন্টন না করা রর. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অভজ্ঞা করা ররর. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৮. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে - র. জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পায় রর. সরকার দায়িত্ব পালনে সচেতন হয় ররর. শাসন ব্যবস্থায় নিপীড়নমূলক আচরণ বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৯. মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয় ভাগে বিভক্ত করেছে? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে ৩০. কোন মহাদেশের দেশগুলো সহজে প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে? ক) ইউরোপ খ) আমেরিকা গ) এশিয়া ঘ) আফ্রিকা ৩১. স্থানীয় স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে - র. কেন্দ্রীয় সরকারের কার্যভার লাঘব হয় রর. জাতীয় নেতৃত্ব সৃষ্টি হয় ররর. আমলাতান্ত্রিক রাজধানী টিকিয়ে রাখার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. বিচার বিভাগের প্রধান কাজ কী? ক) অপরাধীকে শাস্তি দেওয়া খ) আইন মান্য করা গ) আইন প্রণয়ন করা ঘ) অপরাধীকে গ্রেফতার করা ৩৩. স্বাধীনতার পর বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়? ক) সমাজতান্ত্রিক খ) ধনতান্ত্রিক গ) সামন্ত্রতান্ত্রিক ঘ) ইসলামী ৩৪. জেলার বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পালনের জন্য জেলা প্রশাসককে কী বলা যায়? ক) জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক খ) জেলার প্রধান শাসক ও পর্যবেক্ষক গ) জেলার প্রধান বিচারক ও রাজস্ব কর্মকর্তা ঘ) জেলার প্রধান প্রকৌশলী ও নিয়ন্ত্রক ৩৫. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কম ভূমিকার প্রভাব - র. যৌতুক প্রথার বৃদ্ধি রর. পারিবারিক সহিংসতা ররর. অধিকসংখ্যক সন্তানের জন্মদান
×