ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেলানী হত্যা মামলার শুনানি ৬ অক্টোবর ভারতের সুপ্রীমকোর্টে

প্রকাশিত: ০৬:০৭, ২৭ আগস্ট ২০১৫

ফেলানী হত্যা মামলার  শুনানি ৬ অক্টোবর  ভারতের সুপ্রীমকোর্টে

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম থকে ॥ ফেলানী হত্যাকাণ্ড মামলার শুনানি আগামী ৬ অক্টোবর ভারতের সুপ্রীমকোর্টে শুরু হবে। ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) পরিচালক কিরীটি রায় বুধবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন। ফেলানী হত্যা মামলার ন্যায়বিচার পাবার লক্ষ্যে আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) সহযোগিতায় ভারতের সুপ্রীমকোর্টে গত ১৪ জুলাই শুক্রবার মামলা দায়ের করেছে ফেলানীর বাবা। ফেলানীর বাবা নুরুল ইসলাম পুনরায় সঠিক বিচার পাবার আশায় ৮ জুলাই বুধবার দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) নির্বাহী পরিচালক কিরীট রায়ের কাছে ফেলানী হত্যা ন্যায়বিচারের কার্যকরী উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে একটি আবেদন জানিয়েছিল।
×