ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বিশ্বজুড়ে

প্রকাশিত: ০৬:৪২, ২৬ আগস্ট ২০১৫

ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বিশ্বজুড়ে

বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে অনেক দিন ধরেই প্রচারণা চালিয়ে আসছেন ওয়াশিংটনভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশনের সমর্থকরা। তাদের দাবি, সহজে ব্যাংক হিসাব করে দেয়ার পাশাপাশি ঋণ সরবরাহ করা গেলে এসব মানুষকে দারিদ্র্য থেকে বেরোতে সহায়তা করবে। নিত্যনতুন প্রযুক্তির সমাহার ও ভারতের মতো অনেক দেশের ব্যাংক হিসাব তৈরিতে বিভিন্ন উদ্যোগে এ কাজ অনেক দূরই এগিয়েছে। সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ব্যাংক হিসাব খোলার কার্যক্রমে বেশ অগ্রগতি হয়েছে এবং উন্নয়নশীল বিশ্বের দেশগুলোর সরকার সংশ্লিষ্ট নীতিমালা গ্রহণ করেছে। -অর্থনৈতিক রিপোর্টার দুগ্ধ উৎপাদন স্কিমে পরিশোধের সময় বাড়ল দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কিমে আসল পরিশোধের সময় বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগের পক্ষ থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, আসল পরিশোধের সময়সীমা পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ হতে অনধিক ৩ বছরের স্থলে ৫৪ মাস হবে। ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতা অনধিক ১৪ মাস গ্রেস পিরিয়ড পাবেন। ঋণ গ্রহীতাকে ৩৬ থেকে ৫৪ মাসের (গ্রেস পিরিয়ড সহ) মধ্যে গৃহীত ঋণ সমন্বয় করতে হবে। সার্কুলারে জানানো হয়, অনধিক তিন মাসের মধ্যে প্রজননক্ষম হতে পারে এমন বকনা বাছুর ক্রয়ের জন্য ঋণ প্রদান করা যাবে। এ ক্ষেত্রে দেশী জাতের বকনা বাছুরকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিটি বকনা বাছুর ক্রয়ের জন্য চল্লিশ হাজার এবং রক্ষণাবেক্ষণ/লালনপালনের জন্য দশ হাজার টাকা অর্থাৎ প্রতিটি বকনা বাছুরের জন্য সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ঋণ প্রদান করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×