ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রমিক রোবট

প্রকাশিত: ০৩:৪৮, ২৬ আগস্ট ২০১৫

শ্রমিক রোবট

জাপানের হিটাচি কোম্পানি দুই বাহুওয়ালা একটি পরীক্ষামূলক রোবট তৈরি করেছে। এটি মঙ্গলবার রাজধানী টোকিওর শহরতলী নোডার একটি দোকানে গণমাধ্যমের সামনে তার সক্ষমতা তুলে ধরে। রোবটটি শ্রমিকের পরিবর্তে কাজ করবে। এটি বিভিন্ন স্থানে যেতে পারে এবং জিনিসপত্র তাক থেকে নামিয়ে সেগুলো বাক্সে স্বয়ংক্রিয়ভাবে রাখতে পারে।- এএফপি গ্রিনল্যান্ডের সমুদ্রে ভাসমান বরফ মহাকাশ থেকে গ্রিনল্যান্ডের সমুদ্রে টুকরো টুকরো বরফ ভাসার ছবি পাঠাল নাসা। এই ছবি ১৬ জুলাই নাসার এ্যাকোয়া স্যাটেলাইট থেকে মডারেট রেজ্যুলেশন ইমেজিং স্পেকট্রো রেডিও মিটারের সাহায্যে তোলা হয়েছে। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে আর্কটিকের পানিতে বরফ ভেসে গিয়ে গলে যায়। পৃথিবীর তাপমাত্র বাড়ার সঙ্গে সঙ্গে আর্কটিক সমুদ্রে বরফের পরিমাণ কমছে। তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে পৃথিবীর থেকে অন্তত দুই থেকে তিনগুণ সংবেদনশীল আর্কটিক। ইউএস গ্লোবাল চেঞ্জ রিসার্চ প্রোগ্রামের অংশ নাসার এই এ্যাকোয়া স্পেসক্রাফ্ট মিশন। - জি নিউজ
×