ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উল্টো পথে হাঁটছে পুঁজিবাজার

প্রকাশিত: ০৭:১২, ২৫ আগস্ট ২০১৫

উল্টো পথে হাঁটছে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও উল্টো পথে হাঁটছে দেশের পুঁজিবাজার। দেশের অর্থনীতির সব সূচক যখন ওপরের দিকে উঠছে ঠিক একই সময়ে নিচের দিকে নামছে প্রধান পুঁজিবাজারের সূচক। রাজনৈতিক অস্থিরতা, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আগের তুলনায় প্রবৃদ্ধি বাড়লেও কোম্পানির শেয়ার দর কমছে। কোন কারণ ছাড়াই যেন বাজারে মন্দাবস্থা আগের তুলনায় দীর্ঘস্থায়ী হচ্ছে। আগের ধারাবাহিকতায় দেশের বাজারে সোমবারও পতনে শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে উভয় বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবারে ডিএসইতে ৩৯৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ৩৮ লাখ টাকা বা ১৪ দশমিক ৬২ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর। সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এ্যাপেক্স ফুডস, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন লিমিটেড এবং রতনপুর স্টিল রিরোলিং মিলস লিমিটেড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, শাশা ডেনিমস, কাসেম ড্রাইসেল, ইবনে সিনা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, পিএইচপি ১ম মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল ও ৭ম আইসিবি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : নদার্ন জুটস, এ্যাপেক্স ফুডস, ফিক্সড বাংলাদেশ ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম আইসিবি ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক, এ্যাপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার লিজিং, ওয়াটা কেমিক্যাল ও আইএফআইসি। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৬টি কোম্পানির, দর কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
×