ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিউরিসিটির সেলফি

প্রকাশিত: ০৭:১১, ২৫ আগস্ট ২০১৫

কিউরিসিটির সেলফি

মঙ্গলের বুক থেকে নিজের নয়া সেলফি তুলে পাঠাল নাসার কিউরিসিটি রোভার। নিজের সাত ফুট লম্বা ইনবিল্ট রোবোটিক হাতকেই সেলফি স্টিক হিসেবে ব্যবহার করেছে মার্স রোভার। লালগ্রহের পাথর ‘বাকস্কিন’ ড্রিল করতে করতে নিজের সেলফি তুলেছে কিউরিসিটি। গত ৫ আগস্ট নিজের এক ডজন ছবি তুলেছে কিউরিসিটি।- জি নিউজ চার্জও হয়, জীবাণুও মরে যুক্তরাষ্ট্রের ফোনসেপ এমন এক চার্জার তৈরি করেছে যা ফোনে চার্জ দেয় আর ফোনে থাকা জীবাণুকে মেরে ফেলে। সম্পূর্ণ নিরাপদ এই চার্জার দিয়ে প্রায় সব ফোনেই চার্জ দেয়া যাবে। এটি নির্দিষ্ট একটি তরঙ্গদৈর্ঘ্যরে আলো উৎপন্ন করে যা মোবাইলে থাকা জীবাণুর ডিএনএ নষ্ট করে ফেলে এবং এতে ব্যাকটোরিয়ার কোষ মরে যায়। এর দাম রাখা হয়েছে ৫৯.৯৫ মার্কিন ডলার। একটি ফোন পুরোপুরি জীবাণুমুক্ত করতে এর চার মিনিট পর্যন্ত সময় লাগে। - পিটিআই
×