ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্রুততম মানবী ফের ফ্রেজার-প্রাইস

প্রকাশিত: ০৭:০৮, ২৫ আগস্ট ২০১৫

দ্রুততম মানবী ফের ফ্রেজার-প্রাইস

স্পোর্টস রিপোর্টার ॥ গতির সম্রাট জ্যামাইকার স্প্রিন্টার উসাইন বোল্ট। এবারও তিনি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতেছেন। কোনভাবেই তার চেয়ে পিছিয়ে নেই শেলী এ্যান ফ্রেজার-প্রাইস। বোল্টের স্বদেশী এ মহিলা স্প্রিন্টার বর্তমান বিশ্বের দ্রুততম মানবী। সেই খেতাবটা ধরেই রেখেছেন তিনি এবার ১০০ মিটারে জিতে। সোমবার বেজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে চলমান বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জয় করেন শেলী। হল্যান্ডের ড্যাফনে শিপার্স ১০.৮১ সেকেন্ড নিয়ে রৌপ্য এবং যুক্তরাষ্ট্রের টোরি বাউয়ি ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন। অপরদিকে, কেনিয়ার ইজেকিয়েল কেমবোই টানা চতুর্থবারের মতো স্টিপলচেজের স্বর্ণ জিতেছেন। মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে সোনা জিতেছেন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়োট। পুরুষদের পোল ভল্টের রাজা ফরাসী তারকা রেনো ল্যাভেলেনির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়েছেন কানাডার তরুণ শনেসি বারবার। সবার দৃষ্টি আগে থেকেই ছিল শেলীর দিকে। আগের দিন জ্যামাইকান গতিদানব বোল্ট তার বিশ্বসেরার মুকুট ধরে রাখার পর আরও বেশি আকর্ষণ ছিল মহিলাদের ১০০ মিটারের প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতায় শেলীর চরম প্রতিপক্ষ হিসেবে ছিলেন বাউয়ি, ইংলিশ গার্ডনার, নাইজিরিয়ার ব্লেসিং ওকাগবারে এবং স্বদেশী ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ও ডাচ্ তারকা শিপার্স। তবে বেশ ব্যবধান রেখেই জিতে গেছেন শেলী। সেমিফাইনালে মাত্র ১০.৮২ সেকেন্ড টাইমিং গড়ার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আবারও বিশ্বের দ্রুততম মানবী হিসেবে নিজেকেই ধরে রাখতে যাচ্ছেন শেলী। অবশেষে সেটাই সত্য হলো। কিছুই করতে পারেননি ভেরোনিকা, ওকাগবারে ও বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা গার্ডনার। কিছুটা ধীরগতির শুরুর জন্য পিছিয়ে গেছেন শিপার্স। এ ডাচ্ তারকা আগে হেপ্টাথলন এ্যাথলেট ছিলেন। কিন্তু এবার ১০০ মিটার স্প্রিন্টে রানারআপ হয়ে গেলেন। যে টাইমিং করেছেন সেটা হল্যান্ডের জাতীয় রেকর্ড। তাই দারুণ খুশি শিপার্স। তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে এটা জাতীয় রেকর্ড এবং আমি এখন বিশ্বের দুই নম্বর মানব। সেমিফাইনালে আমি কিছুটা স্নায়ুচাপে ছিলাম এবং অস্বস্তিও ছিল। কিন্তু ফাইনালে ওঠার পর মনে হচ্ছিল অনেক কিছুই আমার পক্ষেও করা সম্ভব হতে পারে।’ এবার নিয়ে মোট তিন বিশ্ব চ্যাম্পিয়নশিপসের স্বর্ণ জিতলেন শেলী। তিনি বোল্টের মতোই ২০০৯ ও ২০১৩ সালেও ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন। এছাড়া দুটি অলিম্পিক স্বর্ণও জিতেছেন শেলী। জ্যামাইকার এ দুই তারকাই গত কয়েক বছর ধরে বিশ্বের দ্রুততম মানব-মানবীর খেতাব ধরে রেখেছেন। সেটা আরও প্রলম্বিত হলো। পোল ভল্টে নতুন রাজা পেয়েছে বিশ্ব। সবার নজর ছিল ফরাসী তারকা ল্যাভেলেনির দিকে। কিন্তু তিনি দেশকে এবং ভক্তদের হতাশ করেছেন। গত আসরের চ্যাম্পিয়ন জার্মানির রাফায়েল হোলজডেপির দিকেও সবার দৃষ্টি ছিল। কিন্তু এ দু’জনকে পেছনে ফেলে প্রথমবারের মতো মর্যাদার চ্যাম্পিয়ন হয়ে গেছেন কানাডার বারবার। বারবার ৫.৯০ মিটার পেরিয়েছেন।
×