ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বার্সার জয়, রিয়ালের হোঁচট

প্রকাশিত: ০৭:০৭, ২৫ আগস্ট ২০১৫

বার্সার জয়, রিয়ালের হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের শুরুটা মোটেও ভাল হয়নি সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সাবেক রেকর্ড টানা চারবারের ফিফা সেরা ফুটবলার মৌসুম শুরুর প্রথম ম্যাচেই মিস করেছেন পেনাল্টি। ফলে গোলহীনভাবে মিশন শুরু করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। রোনাল্ডোর অবস্থা আরও খারাপ। ফাঁকা পোস্টেও কয়েক বার প্রতিপক্ষের জাল খুঁজে পাননি। যে কারণে হতাশার শুরু হয়েছে সি আর সেভেনেরও। তবে একটি জায়গায় মেসি কিছুটা স্বস্তি পেতে পারেন। নিজের অমার্জনীয় ব্যর্থতার পরও তার দল বার্সিলোনা জয় দিয়ে লা লিগার মিশন শুরু করেছে। সেই সঙ্গে নেয়া হয়েছে মধুর প্রতিশোধও। কিন্তু রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে তার মতোই হতাশার। করতে হয়েছে ড্র। দুই পরাশক্তিই এ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছে। রবিবার রাতে বার্সিলোনা ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক এ্যাথলেটিক বিলবাওকে। আসরের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। এই জয়ে স্প্যানিশ সুপার কাপে হারের দারুণ প্রতিশোধ নিয়েছে লুইস এনরিকের দল। আরেক ম্যাচে প্রিমিয়ার লীগে উঠে আসা স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করে অতিথি রিয়াল মাদ্রিদ। মূলত গোল মিসের মহড়ার কারণে দুই পয়েন্ট হারিয়ে যাত্রা শুরু করতে হয়েছে গ্যালাক্টিকোদের। ফলে রিয়ালের কোচ হিসেবে হতাশার শুরু হলো রাফায়েল বেনিতেজের। অন্য ম্যাচে সেল্টা ভিগো ২-১ গোলে লেভান্তেকে হারায়। রিয়াল বেটিস ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। সান মামেসে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেননি বার্সিলোনা কোচ লুইস এনরিকে। বিলবাওয়ের মাঠে আগেরবার এমন করেই বিধ্বস্ত হয়েছিল তার দল। স্প্যানিশ সুপার কাপের সেই ম্যাচে ৪-০ গোলে হারেই মূলত বার্সনোলার বছরে ছয় শিরোপার স্বপ্ন গুড়িয়ে যায়। ম্যাচে প্রথম ২৫ মিনিটে কোন দলই বলার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ৩০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম সুযোগটি পায় বার্সিলোনা। এ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডার গোর্কা ইলোসটোন্ডো সুয়ারেজকে ফাউল করলে গোলের সুবর্ণ সুযোগ আসে মেসির সামনে। কিন্তু দলকে হতাশ করেন বার্সার সবচেয়ে বড় তারকা। তার বাঁদিকে গড়ানো দুর্বল শট ফেরাতে কোন সমস্যাই হয়নি স্বাগতিক গোলরক্ষক গোর্কা মোরেনোর। ক্যারিয়ারে এ নিয়ে ১৪ বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন মেসি। আর লা লিগায় ৫ বার। বিরতির পর ৫৪ মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সিলোনা। এই গোলে দারুণ অবদান দুর্দান্ত ক্রসে উরুগুয়ের স্ট্রাইকারকে খুঁজে পাওয়া জর্ডি এ্যালবার। তার ক্রস থেকে চলতি বলে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন সাবেক লিভারপুল তারকা। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। নতুন মৌসুমে বার্সিলোনার শুভ সূচনায় অবদান রাখতে পেরে তৃপ্ত উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। ম্যাচ শেষে তিনি বলেন, লীগের শুরুর জয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ এই জয়গুলো লীগ লড়াইয়ে সুবিধা এনে দেয়। তিনি আরও বলেন, আসল কথা হচ্ছে আমরা লীগের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট পেয়েছি। আমাদের মাঠে অপেক্ষা করতে হয়েছে জয়ের এই সুযোগ সৃষ্টি করার জন্য। লীগে নিজেদের প্রথম ম্যাচে জয়ে সুপার কাপের প্রতিশোধও নেয়া হলো লুইস এনরিকের দলের। কিন্তু বার্সিলোনা কোচ বিষয়টি সেভাবে দেখছেন না। তিনি বলেন, আমি মনে করি, আমরা চ্যাম্পিয়নশিপের (লা লিগা) শুরুটা গত মৌসুমের মতোই করেছি। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। এ্যাথলেটিকোর চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি করেছি আমরা। দুই মৌসুম পর স্পেনের সেরা লীগে ফেরা স্পোর্টিং গিজন শুরুটা দারুণ করেছে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে রুখে দিয়ে। ম্যাচের শুরু থেকেই গিজনের রক্ষণভাগে প্রচুর চাপ সৃষ্টি করে খেলতে থাকে অতিথি রিয়াল। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি রোনাল্ডে, বেল, ইস্কোদের। সফরকারীদের কপাল ভাল, প্রথমার্ধে গিজনের একটি প্রচেষ্টা রিয়ালের গোললাইন থেকে ফিরে আসে। শেষ পর্যন্ত ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। অবশ্য গিজনের মাঠ থেকে শূন্য হাতে ফিরলেও দলের গোল করার সামর্থ্য নিয়ে কোন সংশয় নেই রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের। ম্যাচ শেষে তিনি বলেন, রিয়াল মাদ্রিদ গোল করতে পারে। আশা করছি আমরা সেটা করে দেখাব। আর দলটির কোচ বেনিতেজ প্রথম ম্যাচের ভুল শুধরে ভাল করার তাগিদ দিয়েছেন।
×