ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:২৬, ২৫ আগস্ট ২০১৫

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী ১২ কৃতী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে এই পুরস্কারের চেক তুলে দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে “বহে নিরন্তর নাট্যধারা” শীর্ষক অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আলী যাকের। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী। পুরস্কারপ্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীরা হলেনÑ জেনিনা ইসলাম আবির, মোঃ রুমান সিকদার, নাজমা আখতার, নিশাত পারভেজ, ছোটন দেব নাথ, মৌসুমী খাতুন, সাহিবুর রহমান, তৌফিক আজিজ, ফারজানা সুলতানা, ফারহানা জেসমিন, মুশফিকা ইসলাম এবং শরিফা উম্মে শিরিনা। উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক অধ্যাপক প্রয়াত সিতারা পারভীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন নানামুখী গুণাবলীর অধিকারী একজন অত্যন্ত মেধাবী, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষাক্ষেত্রে তিনি নানাভাবে কিছু দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এই দৃষ্টান্তগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা তাঁকে সব সময় স্মরণ রাখবে। অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও অনুপ্রেরণা অনুসরণ করে আলোকিত সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখার জন্য উপাচার্য পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। নৌবাহিনীর তেলবাহী জাহাজ খান জাহান আলীর ডি-কমিশনিং দীর্ঘ প্রায় ২৮ বছর সফলতার সঙ্গে অপারেশনাল কর্মকা- পরিচালনার পর নৌবহর হতে বাংলাদেশ নৌবাহিনীর তেলবাহী জাহাজ ‘খান জাহান আলী’কে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করা হয়েছে। সোমবার চট্টগ্রাম নৌ জেটিতে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এ্যাডমিরাল আখতার হাবীব নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে নৌবহর হতে ডি-কমিশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।-আইএসপিআর
×