ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেড্রোর রঙিন অভিষেক

প্রকাশিত: ০৫:৫৯, ২৪ আগস্ট ২০১৫

পেড্রোর রঙিন অভিষেক

স্পোর্টস রিপোর্টার ॥ জহুরী চিনতে ভুল করেননি জোশে মরিনহো। বার্সিলোনা পেড্রো রড্রিগুয়েজকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লাগে। কিন্তু চেলসি কোচ একপ্রকার ছো মেরে পেড্রোকে স্টামফোর্ড ব্রিজে ভেড়ান। পর্তুগীজ লৌহমানবের সিদ্ধান্ত যে সঠিক সে প্রমাণ ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেক ম্যাচেই রেখেছেন সদ্য সাবেক হওয়া বার্সা তারকা। চেলসির হয়ে নিজের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন পেড্রো। শুধু তাই নয়, অভিষেক ম্যাচেই গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। স্প্যানিশ এই স্ট্রাইকারের জাদুতে এবারের ইপিএলে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রবিবার অনুষ্ঠিত ম্যাচে চেলসি ৩-২ গোলে পরাজিত করে স্বাগতিক ওয়েস্টব্রুমউইচকে। ব্রুমউইচের মাঠে ব্লুজদের হয়ে পেড্রো ছাড়াও গোল করেন দিয়াগো কোস্তা ও আজপিলিকুয়েটা। ওয়েস্টব্রুমউচের হয়ে একাই দুই গোল করেন মরিসন। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে উঠে। ২০ মিনিটে চেলসিকে এগিয়ে নেন পেড্রো। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কোস্তা। ৩৫ মিনিটে মরিসনের গোলে ব্যবধান ২-১ করে ওয়েস্টব্রুম। সাত মিনিট পর চেলসিকে ৩-১ গোলে এগিয়ে নেন আজপিলিকুয়েটা। বিরতির পর ৫৯ মিনিটে মরিসন নিজের দ্বিতীয় গোল করলে ওয়েস্টব্রুম ব্যবধান কমিয়ে নিয়ে আসে ৩-২ এ। শেষদিকে চেলসি অধিনায়ক জন টেরি লালকার্ড দেখে মাঠ ছাড়লেও প্রথম জয়ের স্বাদ পায় মরিনহোর দল।
×