ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ আগস্ট ২০১৫

গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ আগস্ট ॥ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট গাজীপুরের কনকর্ড গ্রুপের তৈরি পোশাক কারখানা জিকন গার্মেন্টস লিমিটেড পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, এই কারখানার মতো যদি এ দেশের কারখানাগুলো নিয়ম মেনে চলে, তাহলে বায়ররা এদেশে আসবেন এবং আপনারা অবশ্যই ব্যবসা পাবেন। কারখানা চালানোর জন্য যে সব নিয়ম রয়েছে তার সবই এখানে মেনে চলা হয়। শ্রমিকরা যে কারখানার আসল সম্পদÑ এটা এই কারখানা দেখিয়েছে। এই কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা, সিঁড়ি সবকিছুই ভাল। এ ধরনের মান বজায় রাখলে পোশাক কারখানার ভবিষ্যত খুবই উজ্জ্বল। তিনি রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনায় অবস্থিত ওই কারখানার বিভিন্ন ফ্লোর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা, কারখানায় কর্মরত শ্রমিকদের কর্ম-পরিবেশ, সুযোগ-সুবিধা, পোশাকের মান ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করেন। পরে মালিক কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন, ব্যবস্থপনা পরিচালক এসকে লালাসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×