ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ জেলা বারের আট সদস্যের পদত্যাগ

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জ জেলা  বারের আট সদস্যের  পদত্যাগ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট ॥ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ থেকে আট সদস্য পদত্যাগ করেছেন। রবিবার দুপুরে সমিতির আট সদস্য একযোগে সমিতির প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদিরের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন লাইব্রেরি সম্পাদক এ্যাডভোকেট মাছুমা বেগম শম্পা, ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডভোকেট এ কে এম ফারুক নয়ন, সমাজ সেবা সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন মাসুম, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য এ্যাডভোকেট গোলশান আরা কাজল, এ্যাডভোকেট আল-আমিন সাউদ ও এ্যাডভোকেট নাজমুল আরেফিন। আইনজীবী সমিতির ওই আট নেতার পদত্যাগ করার কথা নিশ্চিত করেছেন বারের সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, তাদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। কার্যকরী কমিটির মেয়াদ শেষের দিকে। এখন পদত্যাগ করলেই কি বা না করলেই কি?
×