ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কারাগারে থেকেও বেতন তুলছেন জামায়াত নেতা

প্রকাশিত: ০৫:৫০, ২৪ আগস্ট ২০১৫

কারাগারে থেকেও বেতন তুলছেন  জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নাশকাতার মামলায় কারাগারে বন্দী থেকেও বেতন তুলছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর জামায়াতের আমির মিজানুর রহমান। তিনি রহনপুর পুনর্ভবা-মহানন্দা (পিএম) কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক। নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। নিয়মানুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার কথা। তবে গত দুই মাস ধরে তাকে সরকারী বেতন-ভাতা দিচ্ছেন অধ্যক্ষ। বেতন ভাতা প্রদানের সত্যতা নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাশরুর জানান, কলেজ কমিটির সভাপতিকে মৌখিকভাবে জানিয়ে ওই শিক্ষকের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে। মানবিক কারণে তাকে বেতন-ভাতা দেয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি আখতারুল ইসলাম জানান, কারাগারে থাকা কোন ব্যক্তিকে বেতন-ভাতা দেয়ার কোন সুযোগ নেই। প্রভাষক মিজানুর রহমান কারাগারে আছেন বা কলেজে অনুপস্থিত আছেন এমন তথ্য তাকে কলেজ অধ্যক্ষ জানাননি। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
×