ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৪, ২৪ আগস্ট ২০১৫

রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা প্রকাশ

ব্যক্তিশ্রেণীর করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে (িি.িহনৎ.মড়া.নফ) প্রকাশ করা হয়েছে। রিটার্ন ফরম পূরণের যাবতীয় তথ্য এই নির্দেশিকায় রয়েছে। আয়কর রিটার্ন দাখিলের যোগ্যতার, সময়সীমা, রিটার্ন দাখিলের ব্যর্থতার জরিমানা, রিটার্নের সঙ্গে কী কী কাগজপত্র জমা দিতে হবে তার তথ্য রয়েছে এ নির্দেশিকায়। এছাড়া বেসরকারী চাকরিজীবী, গৃহসম্পত্তিতে থেকে আয়, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন খাতে আয় নিরূপণের তথ্য উদাহরণসহ বিস্তারিতভাবে উল্লেখ থাকছে। থাকছে কোন কোন খাতে বিনিয়োগ করলে কর অব্যাহতি পাওয়া যাবে সেই তথ্য। আয়কর রিটার্নের এ ফরম এনবিআরের ওয়েবসাইটে পাওয়া যাবে। Ñঅর্র্থনৈতিক রিপোর্টার
×