ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৈরি পোশাকশিল্প নিয়ে উচ্চ পর্যায়ের সভায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রী জার্মানিতে

প্রকাশিত: ০৫:৪৪, ২৪ আগস্ট ২০১৫

তৈরি পোশাকশিল্প নিয়ে উচ্চ পর্যায়ের সভায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রী জার্মানিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের তৈরি পোশাকশিল্প সম্পর্কিত এক উচ্চপর্যায়ের সভায় অংশ নিতে এখন জার্মানির বার্লিনে রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার দিনব্যাপী এ বৈঠকের উদ্যোক্তা হলো জার্মানির ‘দি ফেডারেল মিনিস্ট্রি অব ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ‘জার্মান সোশ্যাল এক্সিডেন্ট ইন্স্যুরেন্স।’ মন্ত্রণালয় জানায়, চলমান এ বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সাপ্লাই চেইন নিশ্চিত করার লক্ষ্যে ২০১৪ সালের ৯ ডিসেম্বর জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পাদিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী রানা প্লাজা দুর্ঘটনা-পরবর্তী সময়ে তৈরি পোশাকশিল্পের সাপ্লাই চেইনের বিভিন্ন পর্যায়ের কমপ্ল্যায়েন্স প্রতিপালনের অগ্রগতি তুলে ধরবেন। এ বৈঠকের মধ্যে দিয়ে জার্মানিতে বাংলাদেশের তৈরি পোশাকের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং তৈরি পোশাক রফতানি বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছে সরকার। মন্ত্রণালয় জানায়, জার্মানির এ বৈঠক শেষে আগামী বৃহস্পতিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ হাইকমিশন ও ‘মিডাস টাস এশিয়া’ (এমটিএ)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ট্রেড এ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০১৫’ শীর্ষক এক সেমিনারেও যোগদান করবেন বাণিজ্যমন্ত্রী। পররাষ্ট্র সচিব শহীদুল হক ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এ সেমিনারে উপস্থিত থাকবেন।
×