ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্যাতন রোধে সম্মেলন

প্রকাশিত: ০৬:৫৮, ২৩ আগস্ট ২০১৫

নির্যাতন রোধে সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ আগস্ট ॥ বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে শনিবার জেলা সদরের পাবলিক হলে নারী ও কিশোরীদের ওপর নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ স্কুল নিরাপদ সমাজ’ সেøাগানকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। সংস্থার নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, ডাঃ এম এ হামিদ, গোলাম এরশাদুর রহমান প্রমুখ। বৃদ্ধাশ্রম স্টাফ রিপোর্টার বাগেরহাট ॥ কচুয়ায় ৬শ’ বছরের ঐতিহ্যবাহী শিবপুর শিববাড়ি মন্দির কমপ্লেক্সে শনিবার দুপুরে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। এ উপলক্ষে মন্দির কমিটির সভাপতি শ্রী সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হাজরা দেলোয়ার হোসেন, প্রদীপ বসু সন্তু, শমশের আলী, বাবুল সরদার, মোল্লা লুৎফর রহমান, শেখ আঃ আজিজ, শহিদুর রহমান, সুভাষ চন্দ্র সাহা প্রমুখ। বঙ্গবন্ধুর স্মরণে গণভোজ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর স্মরণে শনিবার লৌহজং উপজেলা কুমারভোগ ও কনকসারের ১৮টি ওয়ার্ডে গণভোজ, দোয়ার ও আলোচনার আয়োজন করা হয়। বিকেলে চন্দ্রের বাড়ি চৌরাস্তায় বঙ্গবন্ধুর স্মরণ অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। এই স্মরণ সভায় লুৎফর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, ওসমান গনি তালুকদার, আব্দুর রশিদ শিকদার, ফেরদাউস খান, জাকির হোসেন, মেহেদি হাসান, আনোয়ার হোসেন প্রমুখ। আলোকিত সীমান্ত প্রকল্প চালু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ আগস্ট ॥ সীমাস্ত এলাকায় চোরাচালান, হত্যা বন্ধ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র উদ্যোগে আলোকিত সীমান্ত সমবায় সমিতি নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। ধর্মগড় আলোকিত সীমান্ত প্রকল্পটিতে সহায়তা ও এর পরিসর বৃদ্ধিতে এবং সীমান্তের অবহেলিত, দুস্থ ও অসহায়দের কর্মসংস্থানের জন্য আর্থিক সহযোগিতা দিতে এগিয়ে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আজাদ শামসী।
×