ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওভাল টেস্ট-ফলোঅনে ইংল্যান্ড

প্রকাশিত: ০৬:৩২, ২৩ আগস্ট ২০১৫

ওভাল টেস্ট-ফলোঅনে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওভাল টেস্টে ফলোঅনে পড়ল ইংল্যান্ড! অস্ট্রেলিয়ার ৪৮১ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয় ইংলিশরা। এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৭৯ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। ইনিংস হার এড়াতে এ্যালিস্টার কুকদের চাই আরও ২৩৩ রান। চতুর্থ টেস্ট হারের পরই ঐতিহ্যের এ্যাশেজ খুইয়েছে (১-৩) ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ১০৭ রান নিয়ে শনিবার তৃতীয় দিন প্রথম ইনিংস শুরু করা ইংল্যান্ড আর ৪২ রান করতেই অলআউট হয়। ৪৮.৪ ওভারে দেড় শ’র নিচে থেমে যায় স্বাগতিকদের সংগ্রহ। অসি বোলিং তোপের মুখে সর্বোচ্চ ৩০ রান করেন আট নম্বরে নামা মঈন আলি। অধিনায়ক কুক ২২, শেষদিকে মার্ক উড ২৪ ছাড়া ব্যাট হাতে আর কেউ সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে সফল পেসার জনসন ও মিচেল মার্শ নেন ৩টি করে উইকেট। অপর পেসার পিটার সিডল ও স্পিনার নাথান লেয়ানের শিকার সংখ্যা সমান ২। কেবল ক্লার্ক নয়, ওভাল টেস্ট দিয়ে শেষ হচ্ছে ওপেনার ক্রিস রজার্সের ক্যারিয়ারও। এই ম্যাচ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাইকেল ক্লার্ক। হতাশার সফরে বিদায় বেলায় অধিনায়ককে অন্তত সান্ত¡নার জয় উপহার দেয়ার পাশাপাশি ব্যবধান কমানোর দারুণ সুযোগ তৈরি করেছেন স্টিভেন স্মিথ-মিচেল জনসনরা। মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে উত্তর চরশুরা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত মুন্সীগঞ্জ উপজেলার বালকের ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে মাকহাটি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এ গৌরব অর্জন করে। এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চরমুক্তারপুর প্রাথমিক বিদ্যালয়। তারা এর আগে একই মাঠে অনুষ্ঠিত ফাইনালে চরশিলমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে টাইব্রেকারে একই ব্যবধানে হারিয়ে দেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোঃ মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান ও ইউএনও সারাবান তাহুরা।
×