ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন অভিনেতা এমিল হার্শ কারাগারে

প্রকাশিত: ০৫:১৫, ২২ আগস্ট ২০১৫

মার্কিন অভিনেতা এমিল হার্শ কারাগারে

সংস্কৃতি ডেস্ক ॥ নারী কর্মী লাঞ্ছিত করার অভিযোগে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে ‘ইনটু দ্য ওয়াইল্ড’ খ্যাত মার্কিন অভিনেতা এমিল হার্শকে। সানড্যান্স চলচ্চিত্র উৎসব চলাকালীন ওই নারীকে লাঞ্ছিত করেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। গণমাধ্যম জানিয়েছে ঘটনাটি ঘটে চলতি বছরের জানুয়ারিতে। ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উটাহ শহরের এক নাইটক্লাবে প্যারামাউন্ট স্টুডিওর নারী কর্মী ড্যানিয়েল বার্নফিল্ডের গলা চেপে ধরেন হার্শ। এ ঘটনায় গত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত। নারী লাঞ্ছনার অভিযোগে পাঁচ বছরের কারাদে র সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ১৫ দিনের শাস্তি পান এই অভিনেতা। উটাহ আদালতের মুখপাত্র ন্যান্সি ভলমার গণমাধ্যমকে জানান, সোমবার সামিট কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয়েছে হার্শকে। কারাদন্ড ছাড়াও ৪ হাজার ৭৫০ ডলার জরিমানা দিতে হবে তাকে। এছাড়া ৫০ ঘণ্টার সামাজিক সেবামূলক কাজতো রয়েছেই। আদালতের নথিপত্র অনুযায়ী, ঘটনার দিন রাত তিনটার দিকে মাতাল অবস্থায় ড্যানিয়েলকে লাঞ্ছিত করেন ৩০ বছর বয়সী এই অভিনেতা। পেছন থেকে গলা চেপে ধরে ড্যানিয়েলের শ্বাসরোধ করে ফেলেন তিনি। হার্শের আইনজীবী জানান, সেদিন মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে অনিচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটান তিনি, যা তার স্মৃতিতে নেই। তার আইনজীবী আরও বলেন, এরপর মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছিলেন হার্শ। সোমবার কাঠগড়ায় দাঁড়িয়ে ড্যানিয়েলের কাছে ক্ষমা চেয়েছেন এ অভিনেতা। ২০০৭ সালে শন পেন পরিচালিত ‘ইনটু দ্য ওয়াইল্ড’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন এমিল হার্শ। এরপর তিনি ‘মিল্ক’, ‘দ্য লোন সারভাইভার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
×