ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে রবীন্দ্রনাথের গান কবিতায় মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৫:১৪, ২২ আগস্ট ২০১৫

আইজিসিসিতে রবীন্দ্রনাথের গান কবিতায় মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্ঠিস্নাত সন্ধ্যা। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে ভেসে আসছে ইমন রাগের আলাপ। তার সঙ্গে ধ্বনিত হচ্ছে রবীন্দ্রনাথের হৃদয় ছোঁয়া কবিতা ‘সুপ্রভাত’। ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎবান স্বপ্নের জাল ছেদিয়া’-উদাত্ত কণ্ঠের কবিতার এ চরণগুলো জানান দিচ্ছে এক মোহময়তা। মিলনায়তনে প্রবেশ করেই মঞ্চের দিকে চোখ পড়ে যায় ভারত থেকে আগত চার শিল্পীর দিকে। প্রখ্যাত আবৃত্তিকার শুভদীপ চক্রবর্তী উচ্চারণ করছেন কবিতা, সম্বুদ্ধ চট্টপাধ্যায়ের কণ্ঠে পরিবেশিত হচ্ছে হযরত আমীর খসরুর সৃষ্টি ইমন রাগের বন্দিস ‘মানা কুন্ত মওলা’। সেতারে ধ্বনি তুলছেন দীপশঙ্কর ভট্টাচার্য এবং তবলায় সঙ্গত করছেন নবারুন কুমার দত্ত। মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতা নিবিড় চিত্তে উপভোগ করছে তাদের পরিবেশনা। বৃহস্পতিবার রবীন্দ্রনাথের কবিতা ও সুফি গানের মেলবন্ধনে ‘টেগর ইন সুফিয়ান’ শীর্ষক এ আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। এরপরের পরিবেশনা ছিল রবীন্দ্রনাথের ‘ভার’ কবিতা। কবিতার শেষ চরণ শেষ হতেই ভাটিয়ার রাগে শিল্পী সম্বুদ্ধ পরিবেশন করেন বুলা সাহার গান ‘উথগায়ে গবানো ইয়ার’। রাগটির সঙ্গে সেতার ও তবলার মিলন সবাইকে তাক লাগিয়ে দেয়। তালি দিয়ে শিল্পীদের অভিবাদন জানায় সবাই। শিল্পী আবৃত্তি করেন গীতাঞ্জলির ‘কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি’ কবিতা। এ কবিতার সঙ্গে হযরত আমীর খসরুর চিন্তা চেতনার এক মিল দেখানো হয় তার সুফি গানের মধ্যদিয়ে। পরিবেশিত হয় ‘আব মোরে নাইয়া’। আলাপ ও দ্রুতলয়ের এ পরিবেশনা ভিন্ন আবহ সৃষ্টি করে। এরপর ‘কৃপণ’ কবিতার সঙ্গে খাজা নিজামউদ্দিন আউলিয়ার ‘কৃপা করো মহারাজ’ গানটি পরিবেশন করা হয়। এর পরের পরিবেশনা ছিল কবিতা ‘তখন রাত্রি আঁধার হলো’। অসাধারণ এ আবৃত্তির সঙ্গে মিল রেখে খাজা কুতুবউদ্দিন আউলিয়ার ‘কারম করে’ গানটি পরিবেশ করা হয়। সবশেষে পরিবেশন করা হয় রবীন্দ্রনাথের ‘ওহে অন্তরতম’ কবিতা। এরসঙ্গে পরিবেশিত হয় বুলা সাহার গান ‘আও সাইয়ান’। শিল্পী সম্বুদ্ধ চট্টপাধ্যায় প্রতিটি আবৃত্তির সঙ্গে সুফিদের রাগাশ্রিত বিভিন্ন গান পরিবেশন করেন। রাগের মধ্যে ছিল ভাটিয়ার, ভৈরবী, কাঁপি ও বসন্ত। প্রতিটি পরিবেশনার পূর্বে সুফি গানের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার যে মিল, সুন্দরভাবে তা বর্ণনা করেন শিল্পী শুভদীপ চক্রবর্তী। কিভাবে মানব চেতনার সাথে সুফি চেতনার মিল ঘটে তারই এক সুন্দর উপস্থাপনা হয় এ আয়োজনে।
×