ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুর্কি বাহিনীর অভিযান এক মাসে ৭৭১ পিকেকে যোদ্ধা নিহত

প্রকাশিত: ০৫:১২, ২২ আগস্ট ২০১৫

তুর্কি বাহিনীর অভিযান  এক মাসে ৭৭১  পিকেকে  যোদ্ধা নিহত

ইরাকের উত্তরাঞ্চল ও তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুর্কি বাহিনীর গত চার সপ্তাহের অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৭৭১ যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা আনাতোলিয়া একথা জানায়। খবর এএফপির। নিহতদের মধ্যে ৪৩০ জন বিদ্রোহী, যারা ইরাকে পিকেকে’র বিভিন্ন শিবিরে বিমান হামলায় প্রাণ হারায়। সংস্থার খবরে আরও বলা হয়, অপর ২৬০ জন তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থল অভিযানে নিহত হয়। সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তারা একথা জানায়। সিরিয়া সীমান্তে গত ২০ জুলাই এক আত্মঘাতী বোমা হামলায় কুর্দিপন্থী ৩৩ কর্মী নিহত হওয়ার পর এ সামরিক অভিযান শুরু করা হয়। সেখানে এ হামলার ঘটনায় ইসলামিক স্টেটের জিহাদীদের দায়ী করা হয়। এ হামলার ঘটনার পরপরই কুর্দি জঙ্গীরা তুরস্কের পুলিশ ও সৈন্যদের ওপর হামলা জোরদার করে।
×