ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বছরের প্রথম ৬ মাসে রবির রাজস্ব বৃদ্ধির হার ৪.৯ শতাংশ

প্রকাশিত: ০৫:১০, ২২ আগস্ট ২০১৫

বছরের প্রথম ৬ মাসে  রবির রাজস্ব বৃদ্ধির হার ৪.৯ শতাংশ

মোবাইল ফোন অপারেটর রবির রাজস্ব ও গ্রাহক দুটিই বেড়েছে। মানসম্মত নেটওয়ার্ক ও গ্রাহকবান্ধব সেবার জন্য গ্রাহকের কাছে পছন্দের অপারেটর ছিল রবি। রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা লিমিটেড ২০১৫ সালের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) ব্যবসায়িক ফল তুলে ধরে। সংবাদ সম্মেলনে রবির চীফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, চীফ কর্পোরেট এ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ উই ইপ বক্তব্য রাখেন। এতে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে রবির গ্রাহক সংখ্যা ২১ লাখ বেড়ে ২ কোটি ৭৪ লাখে পৌঁছেছে। যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যার ২১ দশমিক ৬ শতাংশ। ২০১৫ সালের প্রথম ছয় মাস শেষে কোম্পানির রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারা দেশে সর্বোচ্চমানের ইন্টারনেট সেবা প্রদানের ফলে ইন্টারনেট থেকে রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা ১২৮ শতাংশেরও বেশি। ৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বড় অঙ্কের বিনিয়োগ এবং ৩.৫জি সেবা ব্যবহারে উৎসাহিত করতে গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবনী প্যাকেজ অফারের কারণে ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। ক্রমাগত বিনিয়োগের ফলে নেটওয়ার্ক খাতে উচ্চ ব্যয় এবং তীব্র প্রতিযোগিতার কারণে বছরের প্রথম ছয় মাসে পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) মার্জিন দাঁড়িয়েছে ৩৭ শতাংশে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। ২.৫জি/৩.৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে বিনিয়োগ বৃদ্ধি ও উচ্চ অবচয় ব্যয়ের কারণে বছরের প্রথম ছয় মাসে কর পরবর্তী মুনাফা বা পিএটি (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। Ñবিজ্ঞপ্তি
×