ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনবিএলের এমডি শামসুল হুদা খান অপসারিত

প্রকাশিত: ০৫:১০, ২২ আগস্ট ২০১৫

এনবিএলের এমডি  শামসুল হুদা খান অপসারিত

স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে শাসসুল হুদা খানকে সুনির্দিষ্ট আর্থিক ও প্রশাসনিক অনিয়ম এবং ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকা-ে জড়িত থাকার কারণে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ অব্যাহতি অনুমোদন করেছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম সাংবাদিকদের জানিয়েছেন, ন্যাশনাল ব্যাংকের আর্থিক ভিত্তি এখন খুবই মজবুত। পরিচালনা পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় ব্যাংকটি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে এবং দেশের অর্থনীতিতে কার্যকর অবদান রাখছে। স্বাভাবিকভাবেই ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে এবং ব্যাংকের লেন-দেন ও ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে। ব্যাংকের এই অগ্রগতিতে ঈর্ষান্বিত একটি মহল সুযোগ পেলেই অপপ্রচারে লিপ্ত হচ্ছে। তিনি বলেন, ব্যাপক অনিয়মের কারণে পরিষদ সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খানকে অপসারণ করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, খাজা জুট মিলসকে ১২৭ কোটি ঋণ প্রদানের প্রস্তাবটি শামসুল হুদা খান নিজে ব্যাংকের নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করেন। প্রস্তাবটি যথাযথ না হওয়ায় নির্বাহী কমিটি এটি অনুমোদনের সুপারিশ করেনি। ফলে এটি আর ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা হয়নি। শামসুল হুদা খানকে ঋণ প্রদানের প্রস্তাবে চাপ প্রয়োগ ও তাকে অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগের কোন বাস্তব ভিত্তি নেই।
×