ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌরবিদ্যুতের সাফল্যে তহবিল পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৩, ২১ আগস্ট ২০১৫

সৌরবিদ্যুতের সাফল্যে তহবিল পাচ্ছে বাংলাদেশ

সৌর বিদ্যুতায়নের দ্রুত অগ্রগতির জন্য বাংলাদেশই প্রথম জাতিসংঘের তহবিল পেতে যাচ্ছে। অল ইন্ডিয়া রেডিও একথা জানায়। ইউএনএফসিসি (ইউএন ফ্রেমওয়ার্ক কনভেশন ফর ক্লাইমেট চেঞ্চ) কার্বন নিঃসরণ রোধে বাংলাদেশী সংস্থাকে ৩৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ঋণ দিচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের তৈরি গ্রামীণ শক্তি এই তহবিল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম। বিশ্বব্যাংক, গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির (জিইএফ) মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাংলাদেশে ৬০ লাখ ছোট আকারের সোলার প্যানেল বসেছে। এতে দেশের ১৬ কোটি লোকের ১০ শতাংশ এই সুবিধাপ্রাপ্ত হয়েছে। যদিও বাংলাদেশ নিম্নমাত্রায় কার্বন নিঃসরণকারী দেশ তবে এটি জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। বাংলাদেশ সৌর জ্বালানি ব্যবহারে দ্রুত অগ্রসর দেশ। -অর্র্থনৈতিক রিপোর্টার হাড়ের গুঁড়া রফতানিতে নগদ সহায়তা ঋণপত্রের (এলসি) পাশাপাশি চুক্তিপত্রের (টিটি) মাধ্যমে হাড়ের গুঁড়া রফতানিতেও নগদ সহায়তা প্রদান করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ সহায়তা প্রদানের ব্যবস্থা নির্দেশনা প্রদান করা হয়। সার্কুলারটি ইতোমধ্যেই বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ডিলারদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, হাড়ের গুঁড়া রফতানি খাতে ঋণপত্রের পাশাপাশি চুক্তিপত্রের মাধ্যমে রফতানির ক্ষেত্রেও নগদ সহায়তা প্রদেয় হবে। তবে এক্ষেত্রে টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধের শর্তটি ঋণপত্র/চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে, অগ্রিম মূল্য পরিশোধের শর্তযুক্ত ঋণপত্র/চুক্তিপত্রের বিপরীতে রফতানির ক্ষেত্রে বিদেশী ক্রেতার যথার্থতা/ বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ হতে প্রকৃত রফতানির বিপরীতে অগ্রিম রফতানিমূল্য প্রাপ্তির বিষয়ে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে অনুমোদিত ডিলার ব্যাংককে সম্পূর্ণ নিশ্চিত হতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×