ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে কাহিল

প্রকাশিত: ০৬:৫৫, ২১ আগস্ট ২০১৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে কাহিল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে অস্ট্রেলিয়া বৃহস্পতিবারই বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে। দলে আছেন বিশ্বকাপ খেলা টিম কাহিল ও মাইল জেডিনাক। এশিয়ান চ্যাম্পিয়ন দলের ১৪ জন খেলেন ইংল্যান্ডের কুইন্স পার্ক রেঞ্জার্স ও ক্রিস্টাল প্যালেস, স্পেনের ভ্যালেন্সিয়া, জার্মানির বেয়ার লেভারকুসেনসহ ইউরোপের বিভিন্ন লীগে। দলের বড় তারকা অস্ট্রেলিয়ার হলুদ-সবুজ জার্সি গায়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯ গোল করা টিম কাহিল, তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। স্ট্রাইকার কাহিল বর্তমানে খেলছেন চিনের সাংহাই সিনহুয়া ক্লাবে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলা জেডিনাকের ৫৯ আন্তর্জাতিক ম্যাচে গোল ৯টি। এর আগে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেললেও বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়াই হতে যাচ্ছে এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ২০১৮’র রাশিয়া বিশ্বকাপ ও ২০১৯’র কাতার এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র’তে অস্ট্রেলিয়াকে গ্রুপ পাওয়ার পর থেকে প্রতীক্ষা শুরু মামুনুলদের। কাল ‘সকারুস’ দের ২৩ জনের দল ঘোষণার পর রোমাঞ্চিত হতেই পারেন লাল-সবুজ ফুটবলাররা। অসিদের বিপক্ষে মাঠে নামার আগে যাত্রাপথে মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ রয়েছে মামুনুলদের।
×