ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে প্রথম দিনশেষে ভারত ৩১৯/৬, লোকেশের সেঞ্চুরি, কোহলি-রোহিতের অর্ধশতক

সাঙ্গার বিদায়ী মঞ্চে দাপট ভারতের

প্রকাশিত: ০৬:৫৩, ২১ আগস্ট ২০১৫

সাঙ্গার বিদায়ী মঞ্চে দাপট ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ কুমার সাঙ্গাকারার আন্তর্জাতিক ক্যারিয়ারে সমাপ্তি টানার ম্যাচ। শ্রীলঙ্কার প্রতিটি ক্রিকেটপ্রেমী মানুষ এবং দলের ক্রিকেটাররাও মনেপ্রাণে চাইছেন কলম্বো টেস্টে লঙ্কানরা দারুণ কিছু করে বিদায়ী উপহার দেবে সাঙ্গাকারাকে। তবে বৃহস্পতিবার প্রথম দিনেই স্বাগতিক লঙ্কানদের বিরুদ্ধে দাপট দেখিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনার লোকেশ রাহুলের শতকে ৬ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শেষ করেছে তারা। অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা জোড়া অর্ধশতক হাঁকান। অবশ্য ২ ওভার ৪ বল বাকি থাকতেই দিনের খেলা শেষ হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নামার পর শুরুতেই বিপদ নেমে এসেছিল ভারতীয় শিবিরে। দলে ফিরেছিলেন ওপেনার মুরালি বিজয়। শিখর ধাওয়ান ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ার সুবাদে লোকেশের সঙ্গী হয়েছিলেন ইনিংস উদ্বোধনে। কিন্তু প্রথম ওভারেই তাঁকে শূন্য রানে এলবিডব্লিউ করে সাজঘরে ফিরিয়ে দেন ধাম্মিকা প্রসাদ। প্রথম থেকেই এ পেসার ভারতের ব্যাটিং লাইনআপে চেপে বসেছিলেন। আজিঙ্কা রাহানেও (৪) তাঁর দ্বিতীয় শিকারে পরিণত হন। মাত্র ১২ রানে দুই উইকেট খুইয়ে ভারতীয় দল গলের ব্যাটিং বিপর্যয়ের স্মৃতিটাকে মনে করিয়ে দিচ্ছিল। তবে তৃতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়ে দলকে ভাল একটি অবস্থানে নিয়ে যান লোকেশ ও কোহলি। দারুণ খেলছিলেন এ জুটি। হতাশায় ফেলে দেন লঙ্কান বোলারদের। তবে ১০৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রান করে রঙ্গনা হেরাথের বলে সাজঘরে ফিরে যান অধিনায়ক কোহলি। তবে থামেননি ২৩ বছর বয়সী ডানহাতি তরুণ লোকেশ। তিনি ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেয়ার পথে চতুর্থ উইকেটে আরও ৫৫ রান যোগ করেন রোহিতের সঙ্গে জুটি বেঁধে। দুশমন্ত চামিরার বলে আউট হয়ে যাওয়ার আগে লোকেশ ১৯০ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন। এরপর স্টুয়ার্ট বিন্নি বেশিক্ষণ থাকতে পারেননি। তাঁকেও ফিরিয়ে দেন হেরাথ। কিন্তু রোহিত একপ্রান্ত ধরে রেখেছিলেন। দিনের শেষভাগে তাঁকে দারুণ সঙ্গ দেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক পেয়ে যান তিনি। কিন্তু ১৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৯ রান করার পর বিদায় নিতে হয়েছে তাঁকে একেবারে শেষ সময়ে। তাঁর ধৈর্যচ্যুতি ঘটিয়েছেন লঙ্কান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। রোহিত বিদায় নেয়ার পরই দিনের খেলায় সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। তবে ৬ উইকেটে ৩১৯ রান তুলে বেশ স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ভারতীয় দল। কলম্বোয় নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ ভারতের। কারণ তিন টেস্টের সিরিজে এবার হারলেই হাতছাড়া হবে সিরিজ। নাটকীয়ভাবে গল টেস্টে ৬৩ রানে জিতে গেছে শ্রীলঙ্কা। চরম ব্যাটিং ব্যর্থতা দেখানো ভারতের জন্য এবার তাই অগ্নিপরীক্ষা। সেজন্য কিছুটা পরিবর্তন ঘটিয়েছে তারা দলে। গলে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র সাফল্য পেলেও তেমন আহামরি কিছু করতে পারেননি অভিজ্ঞ হরভজন সিং। তাঁকে ছাড়াই নেমেছে ভারতীয় দল। দলে এসেছেন বিন্নি। আর উমেশ যাদব ঠাঁই পেয়েছেন বরুণ এ্যারনের জায়গায়। লঙ্কানরা নুয়ান প্রদীপের পরিবর্তে নিয়েছে চামিরাকে। তবে গল টেস্টেও প্রথম ইনিংস শেষে চাপে ছিল শ্রীলঙ্কা। ভারতীয় দল প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে গুটিয়ে যায়। এবার কলম্বোয় প্রথম দিনটা ভালভাবে শেষ করলেও দেখার অপেক্ষা বাকি দিনগুলোতে কী ঘটে?
×